দার্জিলিংয়ের সন্নিধানে চিত্তাকর্ষক এক কিনারা, সুন্দর এই প্রদেশ উত্তরবঙ্গের অভিনব আবিষ্কার

kmc 20241016 124027 I4qZKR7615

পুজোতে অবসর ও বাঙালির ভ্রমণ যেমন সার্থক। দশকের পর দশক ধরে পুজোর সিজেনে বাঙালির একটি অংশ নানান স্থানে ভ্রমনে যায়। ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে পর্যটক বাঙালির অন্যতম প্রিয় স্থান উত্তরবঙ্গ। বাংলার এক প্রদেশের আশেপাশে ছড়িয়ে ছিটিয়া আছে সুন্দর সব অঞ্চল।

যেসব অঞ্চলের সুন্দর প্রাকৃতিক শোভার মোহে না পড়ে পারবেন না। তবে এখন ভ্রমণের জন্য অনেকেই ভিড় ভাট্টা পরিহার করে হইচইশূন্য স্থানের খোঁজে থাকেন।

ভ্রমণ করে আসুন মিরিকের টিংলিং পাহাড় থেকে। নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে মিরিকের যাওয়ার রাস্তাই চা বাগানের বাঁকাতেড়া রাস্তা পার করে আপনি পৌঁছে যেতে পারবেন চা বাগানে পরিবেষ্টিত টিংলিং পাহাড়ে।

দিন কয়েকের ছুটিতে সুন্দর এই এলাকাতে অদ্বিতীয় সৌন্দর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার সম্পূর্ণ সুবিধা পাবেন। এখানে চা বাগানকে পরিবেষ্টিত করে দাঁড়িয়ে আছে বহু পাইন গাছের লাইন।

অতএব নিরালা স্থানে যারা অবসর সময় কাটাতে চাইছেন তাদের ক্ষেত্রে এই অঞ্চল একেবারে নিখুঁত পছন্দের। দার্জিলিং এর কাছে মিরিকের এই অঞ্চলটি এখনো সব ভ্রমণকারীদের বিশেষ করে জানা নয়। তাই এখানে বেশি ভ্রমণকারীদের ভিড় ভাট্টা হয় না। নিরালায় দিন কয়েক পাহাড়ি অঞ্চলে থাকতে চাইলে একবার ঘুরে আসতে পারেন এই অঞ্চল থেকে। মাত্র অল্প কয়েক দিনের এই ভ্রমণ অনেকদিন পর্যন্ত আপনার হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।