মন্দ কথাকে পাত্তা নয়, ভালোবাসাতেই জবাব: বিবাহবার্ষিকীতে অঙ্কিতা-ভিকির আদুরে উদ্‌যাপন

হিন্দি টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন আবারও প্রমাণ করলেন—সমালোচনা নয়, ভালোবাসাই তাঁদের জীবনের আসল শক্তি। আজ তাঁদের বিবাহবার্ষিকী। চার বছর আগে জীবনের নানা টানাপড়েন, ভাঙা-গড়ার অধ্যায় পেরিয়ে ভিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অঙ্কিতা। সেই বিশেষ দিনের স্মৃতি ও অনুভূতিই এদিন ধরা পড়ল তাঁদের সোশাল মিডিয়া পোস্টে।

এক সময় ‘বিগ বস’ শো-কে কেন্দ্র করে অঙ্কিতা ও ভিকির দাম্পত্য নিয়ে বারবার চর্চা হয়েছে। সম্পর্কের জটিলতা, মতভেদ এবং ব্যক্তিগত টানাপড়া প্রকাশ্যে চলে আসায় কটাক্ষের মুখেও পড়তে হয়েছে এই তারকা দম্পতিকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি কাটিয়ে ফের সুখী দাম্পত্যজীবনে ফিরেছেন তাঁরা—সেই বার্তাই যেন এদিন স্পষ্ট করে দিলেন অঙ্কিতা।

বিবাহবার্ষিকীর দিনে স্বামী ভিকির সঙ্গে একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, বিশাল আকারের কেক কেটে নাচে-গানে নিজেদের বিশেষ দিন উদ্‌যাপন করছেন দু’জনে। হাসি, আনন্দ আর উষ্ণ মুহূর্তে ভরা সেই ভিডিও মুহূর্তেই মন কেড়ে নেয় অনুরাগীদের।

পোস্টের ক্যাপশনে অঙ্কিতা লেখেন, “আমাদের একসঙ্গে চার বছর। একসঙ্গে বেড়ে ওঠা, ওঠাপড়া আর ভালোবাসার চার বছর। আমরা একে অপরকে সবসময় শক্তি জুগিয়েছি, পাশে থেকেছি।” এখানেই থেমে না থেকে তিনি আরও যোগ করেন, “বন্ধুত্ব আর ভালোবাসাকে আমরা একসঙ্গে উদ্‌যাপন করেছি। ধৈর্য আর ভালোবাসাকে পাথেয় করে এগিয়ে গিয়েছি। আমাদের চার বছরের পথচলা মানেই একসঙ্গে আরও অনেকটা পথ চলার অঙ্গীকার।”

আরও পড়ুন
Rukmini: হলুদ গাউনে রুক্মিণী মৈত্র: চঞ্চল কিশোরীর সাজে ভাইরাল অভিনেত্রী

এই আবেগঘন পোস্টে স্পষ্ট—মন্দ কথায় কান না দিয়ে নিজেদের সম্পর্ককে আরও দৃঢ় করেছেন অঙ্কিতা ও ভিকি। ভালোবাসা, ধৈর্য এবং পারস্পরিক সমর্থনই যে তাঁদের দাম্পত্যের মূল ভিত্তি, তা এককথায় তুলে ধরেছেন অভিনেত্রী।

আরও পড়ুন
শুটিংয়ের ফাঁকে বিয়ের প্রস্তুতি: নতুন জীবনের পথে মধুমিতা সরকার

অঙ্কিতার এই পোস্টের পর থেকেই কমেন্টে উপচে পড়েছে শুভেচ্ছার বন্যা। অনুরাগীরা একে একে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “আগামীর পথচলা আরও সুন্দর হোক”, “ভালোবাসা এমনই হওয়া উচিত”, “সব কিছুর ঊর্ধ্বে থেকে একসঙ্গে থাকুন।”

সব মিলিয়ে, চার বছরের দাম্পত্যজীবনে ওঠাপড়া পেরিয়ে অঙ্কিতা লোখাণ্ডে ও ভিকি জৈন বুঝিয়ে দিলেন—সমালোচনা নয়, ভালোবাসাই সব প্রশ্নের সেরা উত্তর।

আরও পড়ুন
টলিউডে নীরব ইতিহাস! সমকামী বিয়ে ! ছাদনাতলায় দুই অভিনেত্রী

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক