শরীর আলাদা কিন্তু সত্ত্বা এক, প্রেমিক, পেশা, শোওয়ার ঘর সবকিছুই এক দুই বোনের!

আলাদা দেহ কিন্তু তাদের সত্ত্বা যেনো একই। তাদের জীবন, মৃত্যু ও বিয়ে সবকিছুই যেনো একই সুতোয় বাঁধা। এমনই দুই বোনের কাহিনি প্রকাশ্যে এসেছে। তাদের দু’জনকে একসঙ্গে দেখলে আলাদা করা মুশকিল হয়ে পড়ে। তাদের যেমন একই চেহারা তেমনই একই মুখের আদল। অস্ট্রেলিয়ার দুই যমজ বোন আনা ও লুসি ডিসিঙ্ক। তাদের জীবনের মনের মানুষ একজনই। তারা দু’জনে একজন পুরুষকে ভালোবেসেছেন।

দীর্ঘ ১১ বছর সম্পর্কে থাকার পর দুই বোন তাদের একমাত্র প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন। প্রেমিক হলেন বেন বায়ার্ন। দুই বোন একে অপরের সঙ্গে এতটাই একাত্ম যে তাদের একজন পুরুষকে ভাগ করে নিতে কোনো সমস্যা হয় না৷ আর তাই দীর্ঘ এক দশক ধরে সম্পর্কে থাকার পর তারা বাগদান সেরেছেন।

৩৫ বছর বয়সী দুই যমজ বোন লুসি ও আনা একে অপরের সেরা জুটি বলে মনে করেন। তারা ছোটো থেকে একইধরনের পোশাক পরেন। দু’জনের চেহারা এক এবং সৌন্দর্য বৃদ্ধি করতে তারা একই অস্ত্রোপচার করেছেন। আসলে দুই বোন একে অপরকে ছেড়ে থাকতে পারেন না। তারা একে অপরের থেকে যাতে দূরে চলে না যান তাই একজন প্রেমিককে দুইজন ভালোবেসেছেন।

তারা প্রেমিকের সঙ্গে একই বিছানায় ঘুমান, তাদের জন্য একই খাবার রান্না হয়। এমনকি একজন বাথরুমে গেলে অপরজন পাশের বাথরুমে যান। স্নানের সময়ও দুই বোনের এক। আনা ও লুসির পেশাও এক। একজন বেতন নিলেও অন্যজন যদিও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে এসে নিজেদের কথা শেয়ার করেছেন তারা।

আলাপ হওয়ার পর প্রথম ছয় মাস এক বোনের সঙ্গে ডেট করেন বেন। ঘনিষ্ঠতা বাড়লে দুই বোনের ভাবনাকে সমর্থন করতে শুরু করে সে। এরপর একসঙ্গে তিনজন জীবন কাটানোর জন্য একটি চুক্তি করেন। একসঙ্গে দুই বোনের সঙ্গে থাকার অভিজ্ঞতা কেমন? বেন জানান, তিনি দুই বোনকে সমানভাবে ভালোবাসেন। তাদের তিনজনের শোয়ার ঘর একই।

২০২১ সালে বাগদান পর্ব সারেন আনা, লুসি ও বেন। কিন্তু বিয়ে করতে পারেননি। কারণ অস্ট্রেলিয়ার সরকার বহু বিবাহের স্বীকৃতি দেয় না৷ তাই বাগদান সেরেছেন তারা। তবে বিয়ে না হলেও দুই বোন একসঙ্গে গর্ভবতী হওয়ার স্বপ্ন দেখছেন। যদিও লুসির গর্ভধারণে কিছু সমস্যা রয়েছে। সেগুলি মিটলে তারা একসঙ্গে গর্ভবতী হবেন বলেও জানিয়েছেন তারা।

error: Content is protected !!