Subhasree: প্রকাশ্যে এলো শুভশ্রী গাঙ্গুলীর (Subhasree) আগামী প্রোজেক্ট ‘অনুসন্ধান’এর প্রথম ঝলক। যা দেখে রীতিমতো কপালের ভাঁজ পড়েছে দর্শকদের। কারণ, সেখানে বাস্তবের এমন এক চিত্র ধরা পড়েছে যা মানুষ কখনো সেভাবে ভেবেই দেখেনি। কারাগারের ভেতরে নারীরা কীভাবে নির্যাতিতা হন সেই জ্বলন্ত চিত্র তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে।
যেখানে মূলত শুভশ্রীকে এক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। যে ভিডিওটি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যায় তিনি কারাগারের ভেতরে গিয়ে সেখানকার ছবি তুলে ধরার চেষ্টা করছেন। প্রথমে নিরাপত্তারক্ষীদের সাথে কথা বলে ভেতরের কাহিনী বুঝে নেন।
বিনোদন
Subhasree-Mimi: স্বামীর প্রাক্তনের সাথে আড্ডায় মশগুল শুভশ্রী! ভাগ করে নিলেন বিশেষ ভিডিও
তবে ধীরে ধীরে তার কানে কিছু আওয়াজ ভেসে আসে। সেই আওয়াজ অনুসরণ করে তিনি যখন কারাগারের ভেতরে যান সেখানে এক ভয়ানক দৃশ্য দেখে চমকে ওঠেন। কারণ, ভেতরে গিয়ে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছেন স্বয়ং সেই সাংবাদিক।
বিনোদন
KBC-র হট সিটে দিলজিৎ দোসাঞ্ঝ, পুরস্কারের টাকা দান করবেন পাঞ্জাবের বন্যার্তদের জন্য
অর্থাৎ সত্য অনুসন্ধানে গিয়ে তাকেও হয়তো এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সেরকমই আভাস দেওয়া হয়েছে এই ভিডিওতে। যেটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সত্যের অনুসন্ধানে গিয়ে বিপদের মুখোমুখি সাংবাদিক নিজেই। এরপর কী?’ জানা গিয়েছে ৭ই নভেম্বর এটির প্রথম এপিসোড সম্প্রচারিত হবে।
হইচইয়ের এই প্রোজেক্টের পরিচালক অদিতি রায়। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজ পরিচালনা করে ফেলেছেন। ফলস্বরূপ এটাও যে ভালোর তালিকাতে যোগ হবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সমাজের এই অন্ধকার দিকটির প্রতি আলোকপাত করায় সেটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
খবর
Toto: টোটো চালকদের মিলবে ড্রাইভিং লাইসেন্স, কি জানিলেন পরিবহণমন্ত্রী
#subhasree #anusandhan #hoichoi