kmc 20240720 203509

উত্তম কুমার, সুচিত্রা সেন সহ প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি৷ পরবর্তীকালে ধারাবাহিকেও নানান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তিনি হলেন রত্না ঘোষাল। বর্তমানে তাকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায় না। মাসখানেক আগেও তাকে ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু তাকে এখন কেনো আর দেখা যাচ্ছে না। এর উত্তর অভিনেত্রী নিজেই দিলেন।

কেনো হারিয়ে গেলেন অভিনেত্রী? কেনো তাকে পাওয়া যাচ্ছে না? জানা যাচ্ছে, একগুচ্ছ অভিমান নিজের মনের মধ্যে পুষে রেখেছেন তিনি৷ কিছুদিন আগেও তাকে ‘খড়কুটো’,’ধুলোকণা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু তিনি আর অভিনয় জগতে ফিরতে চান না। তবে কি ইন্ডাস্ট্রি তাকে বুঝলো না? এই প্রশ্নের উত্তর নিজেই দিলেন তিনি।

তিনি জানান, আগের মতন আর নেই ইন্ডাস্ট্রি। আর সেটিই এখন তার কাছে বড় অস্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। যে পরিবেশে একসময় তিনি কাজ করেছেন সেই পরিবেশ আর নেই। তার বক্তব্য, “আমাদের কাছে ডিরেক্টর ছিল বড় ব্যাপার। তিনি ছিলেন ফ্লোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছোটবেলা থেকে শিখেছি ফ্লোরে ঢুকে প্রথমে ডিরেক্টরকে ‘গুড মর্নিং’ বলতে হয়।”

তিনি আরও বলেন, “তারপর টেকনিশিয়ানদের ‘গুড মর্নিং’ বলতে হয়। এখন যখন আমি ফ্লোরে ঢুকে ডিরেক্টরকে সুপ্রভাত বলি, তিনি আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যান। এই ধরনের ব্যবহার কেন সহ্য করব।” তার কথায়, এখন পাতার পর পাতা স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দেওয়া হয়৷ কিন্তু তাদের সময় সহকারী পরিচালক এসে স্ক্রিপ্ট পড়ে শোনাতেন।

এরপর তারকারা সেই স্ক্রিপ্ট শুনে ফ্লোরে যেতেন ও রিহার্সাল করতেন। তিনি বলেন, “আমরা কি গোরু, ছাগল? যে শুধু পড়ব আর বলব? অভিনয় ওতো সোজা নয়, এর জন্য প্রয়োজন অধ্যাবসায়।” টেলিভিশনের জগত নষ্ট করে দিচ্ছে চ্যানেলের মাথার, দাবি রত্না ঘোষালের।