ফের নতুন বৌদির সাথে আদুরে ছবি পোস্ট দীপ্সিতার, দাদা শোভন কোথায়?

kmc 20240720 212739 89vw6VLG5Q

আরো একবার নতুন বৌদির সাথে দেখা গেলো বামনেত্রী দীপ্সিতা ধরকে। আর সেই ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন তিনি। গত ১৫ই জুলাই বিয়ের পিঁড়িতে বসেছেন সঙ্গীতশিল্পী শোভন গাঙ্গুলী এবং অভিনেত্রী সোহিনী সরকার। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বিয়ের একাধিক ছবি।

অন্যদিকে সম্পর্কে শোভনের বোন দীপ্সিতা বিয়ে এবং বৌভাতের নানান অদেখা ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সম্প্রতি সেরকমই একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাকে। যেখানে দেখা যাচ্ছে বৌদি সোহিনীর সাথে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

তাদের সাথে আরও এক জনকে দেখা গিয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একসাথে ভালো থাকার পথ চলা।’ যদিও সেখানে শোভনকে দেখা যায়নি। আসলে তিনি ক্যামেরার পেছনে ছিলেন। কারণ, এই ছবিটি তুলে দিয়েছেন শোভন নিজেই।

ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে সাদা রঙের সালোয়ার, সিঁথি ভর্তি সিঁদুর এবং চুলে একটি কাঠগোলাপ গোঁজা। আর তার নাকে সেই পরিচিত নোলক। অসাধারণ সুন্দর লাগছিল তাকে দেখতে। উল্লেখযোগ্য, সকলকে চমকে দিয়ে হঠাৎ করে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

এর আগে তাদের বিয়ের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এই বিষয়ে কথা উঠলে বরাবরই তারা এড়িয়ে গিয়েছেন। যদিও বেশি মানুষের উপস্থিতিতে নয় বরং খুব কাছের মানুষদের উপস্থিতিতে একটি রাজবাড়িতে বিয়ে সেরেছেন তারা। বিয়ের পর আপাতত চুটিয়ে সংসার করছেন দু’জনে।