লাস্যময়ী অবতারে ধরা দিলেন রাজনন্দিনী! অভিনেত্রীকে দেখে রীতিমতো ঝড় উঠেছে অনুরাগীদের বুকে

সম্প্রতি এবার লাস্যময়ী অবতারে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী রাজনন্দিনী পাল! তাকে দেখে রীতিমতো ঝড় উঠেছে অনুরাগীদের বুকে। কারণ, এর আগে তাকে মিষ্টি মুখভঙ্গিতেই সকলে দেখেছেন। তবে এবার অন্যরকম অবতারে দেখা গেল তাকে।

যেখানে দেখা যাচ্ছে পরনে কালো শাড়ি, কালো ব্লাউজ, চোখে ঘন করে লাগানো কাজল, খোপায় কাঁটা, কানে ঝুমকো। এক কথায় বলতে গেলে লাস্যময়ী রূপে দেখা গিয়েছে তাকে। তবে কী কারণে সাজের এই পরিবর্তন হলো অভিনেত্রীর, সম্প্রতি মুখ খুলেছেন একটি সংবাদমাধ্যমের কাছে।

রাজনন্দিনী বলেন, ”আমার ম্যানেজার বললো, ‘তুমি তো সব সময়ে মিষ্টি হেসে ছবি তোলো। এবার একটু অন্য কিছু করা যাক। এখানে ওই মিষ্টি মুখভঙ্গি করবে না।’ এমনই বকুনি দিয়ে আমায় দিয়ে এই শ্যুটটা করিয়েছে ও। এটা নিয়ে আলাদা কোনও ভাবনা ছিল না। আমার ম্যানেজার যে ভাবে আমায় পরিচালনা করেছে, আমি সেটাই করেছি।”

পাশাপাশি তিনি আরো বলেন, ‘আমি কিন্তু ভিউজ় পাওয়ার জন্য করিনি। ভালো লেগেছে, তাই পোস্ট করেছি। আমার সমাজমাধ্যম, আমি যা খুশি পোস্ট করতে পারি। যতক্ষণ না আমি কাউকে আঘাত করছি, মনে হয় না কারও কিছু বলার থাকতে পারে।’

অন্যদিকে ট্রেলিং নিয়ে বরাবর চুপ থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে একবার ভীষণ রেগে গিয়েছিলেন, এমনকি পাল্টা জবাব দিয়েছিলেন ট্রেলারদের। আসলে সেই সময় তার মা’কে নিয়ে মন্তব্য করেছিলেন ট্রোলাররা তিনি চুপ থাকতে পারেননি। ভদ্র ভাষায় অপমান করেছিলেন তাদের।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক