বিয়ের ৬ দিন পর ফাঁস সোহিনী-শোভনের আইবুড়ো ভাত! মেনুতে কি কি ছিল?

kmc 20240721 220133 tOyHkm6745

একে একে তাদের বিয়ের সমস্ত ছবি প্রকাশ্যে আসছে। সম্প্রতি সেরকমই এবার সোশ্যাল মিডিয়ায় উঠে এলো শোভন এবং সোহিনীর আইবুড়ো ভাতের একাধিক ছবি। যেগুলি পোস্ট করেছেন সোহিনীর এক কাছের বান্ধবী। নিজের হাতে রান্না করে তাদের আইবুড়ো ভাত খাইয়েছেন তিনি।

Snapinsta.app 451580388 8267532963280419 1700208675804782024 n 1080 SrcBrU6k44

ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন শোভন এবং সোহিনী। আর তাদের সামনে সাজানো রয়েছে রকমারি খাবার। যেখানে ভাত, ডাল, মাংস, দই, মিষ্টি থেকে শুরু করে একাধিক পদ রাখা ছিল। ভাতের প্লেটগুলি আবার জুঁই ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে।

Snapinsta.app 451729627 907808424490487 9064324493128272011 n 1080 K51tMypM6t

একটি ছবিতে দেখা যায় শোভন সোহিনীকে খাইয়ে দিচ্ছেন। ছবিগুলি পোস্ট করে অভিনেত্রীর বান্ধবী লিখেছেন, ‘বান্ধবীকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা।

আবার যদি সেটা তার আইবুড়ো ভাত পর্ব হয়। সোহিনী-শোভন আগামী দিনের সাফল্য কামনা করি, কিছু কারণে পোস্ট করতে একটু দেরী হলো।’

Snapinsta.app 451756468 793867496070696 171453246665098270 n 1080 HuDeul0b1X

যে ছবিগুলি আবার শেয়ার করেছেন শোভন এবং সোহিনী দু’জনেই। উল্লেখযোগ্য, মাত্র ১ বছর প্রেম করার পরই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি।

Snapinsta.app 451970148 509053534900601 1183676560570713815 n 1080 0JA58Xht0y

এর আগে দু’জনেই অন্য সম্পর্কে আবদ্ধ ছিলেন। তবে সেগুলো বিচ্ছেদের পর তাদের মধ্যে পরিচয় এবং ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে।

Snapinsta.app 451755317 1162081698343598 9135692367971468874 n 1080 zYdCe4Hc9f

সেখান থেকে শুরু হয় প্রেমের যাত্রা। অবশেষে প্রেমের এক বছর পূর্তির দিনেই বিয়ের পিঁড়িতে বসেন তারা। খুবই সাধারণভাবে বিয়ে করেছেন শোভন এবং সোহিনী। যেখানে উপস্থিত ছিলেন কাছের কয়েকজন মানুষ। সম্পূর্ণ বাঙালী রীতি মেনেই বিয়ে করেছেন তারা।