kmc 20240721 213103 YuIP5Q405p

বিচ্ছেদের জল্পনাকে উড়িয়ে স্ত্রী’কে নিয়ে একটি আদুরে পোস্ট করলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী! পরোক্ষভাবে সমালোচকদের বুঝিয়ে দিলেন মোটেই বিচ্ছেদের পথে হাঁটছেন না তারা বরং তাদের সম্পর্ক ক্রমশ আরো মজবুত হচ্ছে। টলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক বিচ্ছেদের খবর।

এই যেমন চর্চায় রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। শোনা যায় খুব শীঘ্রই বিচ্ছেদ হতে চলেছে এই জুটির। এরই মাঝে উঠে আসে আরও এক তারকা দম্পতির নাম। যদিও তাদের সম্পর্ক বিচ্ছেদ অব্দি পৌঁছয়নি তবে নাকি দূরত্ব তৈরি হয়েছে দু’জনের মধ্যে।

এমনটাও শোনা গিয়েছে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নাকি দু’জনের সমস্ত ছবি মুছে ফেলেছেন তার স্ত্রী সৃজা চক্রবর্তী। তবে এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অর্জুন। যেখানে দেখা যাচ্ছে বিদেশ ভ্রমণ করতে গিয়ে একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা।

পাশাপাশি ক্যাপশনে এও লিখে দিয়েছেন এই ভ্রমণটি তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যা দেখার পর এটাই স্পষ্ট হয়েছে যে তাদের বিচ্ছেদের খবর সম্পূর্ণ ভুল। সুখেই সংসার করছেন তারা। উল্লেখযোগ্য মাঝেমধ্যেই আমাদের সামনে বিভিন্ন তারকাদের বিচ্ছেদের কাহিনী উঠে আসে।

কখনো সেগুলো সত্যি হয় আবার কখনো নেহাতই জল্পনা। এই যেমন হয়েছে অর্জুন এবং সৃজার ক্ষেত্রেও। অন্যদিকে নীলাঞ্জনা এবং যীশুর ক্ষেত্রে শোনা গিয়েছে নীলাঞ্জনা নাকি স্বামীর পদবী মুছে ফেলেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। এমনকি সমস্ত ছবিও মুছে ফেলেছেন। ফলে বিচ্ছেদের জল্পনা জোরালো হতে শুরু করে।