চোদ্দ বছর পর ফের তিনি ফিরছেন। এবার আর একজন ফুটবলার হিসেবে নয়, বরং একজন বিশ্বকাপজয়ী হিসেবে। চলতি বছরের ডিসেম্বর মাসে ভারতে আসতে চলেছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। ভারতের আসার পর তিনি প্রথমে আসতে চলেছেন কলকাতায়। দশমীর সকালে লিওনেল মেসির ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
এবার কলকাতায় এসে তিনি যুবভারতীর ময়দানে অনুষ্ঠানে হাজির হতে চলেছেন। এর আগেও তিনি ১৪ বছর আগে এই জায়গায় এসেছিলেন। ভারতে এসে একগুচ্ছ কর্মসূচি রয়েছে এলএম টেন-এর। জানা যাচ্ছে, আগামী ১৩ থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকতে পারেন মেসি। ভারতে এসে তিনি প্রথম কলকাতায় পা রাখবেন। এরপর সেখান থেকে তিনি যাবেন মুম্বাই এবং তারপর নয়াদিল্লি।
আরও পড়ুন,
Shreya Ghoshal: ‘আমার জীবনের ভালোবাসাকে জন্মদিনের শুভেচ্ছা’..স্বামীর জন্মদিনে বিশেষ পোস্ট শ্রেয়ার
এর পাশাপাশি তার আরও একটি শহরে যাওয়ার কথা রয়েছে। যদিও সেই বিষয়ে এখনও কোনোও সিদ্ধান্ত স্থির হয়নি বলেই জানা যাচ্ছে। এবারের মেসির বিভিন্ন শহরে অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘গোট কনসার্ট’। জানা যাচ্ছে, এই অনুষ্ঠান প্রথম হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে এবার জানা যাচ্ছে, ইডেন গার্ডেন্স নয়, যুবভারতীতে হতে চলেছে এই অনুষ্ঠান।
এরপর মেসি লেকটাউনে যাবেন এবং নিজের মূর্তির উদ্বোধন করবেন। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কলকাতার অনুষ্ঠান শেষ করে মেসি পাড়ি দেবেন মুম্বাই। সেখানে ১৪ই ডিসেম্বর ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে দেখা করবেন মেসি। এর পাশাপাশি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
আরও পড়ুন,
Parineeti: অবশেষে ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও দিলেন পরিণীতি! সাথে বিশেষ চমক স্বামী রাঘব