জুবিন গার্গের স্মরনে ২০ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত (তিন দিন) রাষ্ট্রীয় শোক ঘোষণা অসম সরকারের। ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্যারাগ্লাইডিং করতে গিয়ে সমুদ্রে পড়ে যান তিনি। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ইহলোক ত্যাগ করে তিনি চিরদিনের জন্য পাড়ি দিলেন অজানার উদ্দেশ্যে।
বিনোদন জগতের একাধিক মানুষ জুবিন গর্গের মৃত্যুতে শোকে পাথর। অনেকেই গায়কের সঙ্গে ছবি পোস্ট করে তাদের আবেগ প্রকাশ করেছেন। ‘৩’ দিনের রাষ্ট্রীয় শোকের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসামের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে এই সময় কালে কোনো রকম সরকারি বিনোদন, আনুষ্ঠানিক অনুষ্ঠান এবং সর্বজনীন উদযাপন করা হবে না। তবে, ‘সেবা সপ্তাহ’ প্রচারের অধীনে “অপরিহার্য কার্যকলাপ” চলবে, তবে আনুষ্ঠানিক বা সুবিধা-বিতরণ অনুষ্ঠান স্থগিত থাকবে।
আরও পড়ুন,
অভদ্রের মতো ফের প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী! ফলাও করে জানালেন সোশ্যাল মিডিয়ায়
অসম সরকার প্রিয় জুবিনের শোকে শোকাহত মানুষের পাশে রয়েছে। শর্মা, যিনি কিনা সিঙ্গাপুরের কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, তিনি জানিয়েছেন- জুবিন গার্গের অকাল মৃত্যুর পরিস্থিতি নিয়ে বিস্তারিত তদন্তের জন্য সিঙ্গাপুর কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।
জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যু অসম সহ গোটা দেশে তাঁর ভক্তদের মধ্যে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে।