সিঙ্গাপুরে গিয়েছিলেন জ়ুবিন, ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’ নামক যে অনুষ্ঠানে জ়ুবিন যোগ দিতে , তার আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে মারিগাঁও থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে হঠাৎ শ্বাসকষ্ট হয় গায়কের। অচৈতন্য হয়ে পড়েন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করে বেশরকারি হাসপাতালে ভর্তি করা হলেও স্থানীয় সময় আড়াইটে নাগাদ জ়ুবিন গার্গকে মৃত বলে ঘোষণা করে।
১৯ শে সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর আড়াইটে নাগাদ মৃত্যু হয়েছে জনপ্রিয় গায়ক জ়ুবিন গার্গের। ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে ময়নাতদন্ত। সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’ নামক অনুষ্ঠান করতে গিয়েছিলেন জ়ুবিন। সূত্র মারফত খবর, এই আবহে অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। গায়কের অকাল মৃত্যুর তদন্তভার নেওয়া হয়েছে অসম সরকারের তরফে।
আরও পড়ুন,
বাবা-মেয়ের সম্পর্কে মিষ্টতা আনতে খুব শীঘ্রই পরিবেশিত হবে ‘রান্না বাটি’! প্রকাশ্যে এলো টিজার
সূত্র মারফত আরও জানা গিয়েছে, ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’ নামক যে অনুষ্ঠানে সকলের প্রিয় জ়ুবিন যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন, তার আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে মারিগাঁও থানায় এফআইআর দায়ের করা হয়েছে। গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধেও দায়ের করা হয়েছে অভিযোগ।
জুবিন গার্গের মৃত্যুর তদন্ত করবে অসম পুলিশ, জিজ্ঞাসাবাদ করা হবে শ্যামকানু ও সিদ্ধার্থ সহ গায়কের শেষ মুহূর্তে যারা তাঁর সঙ্গে ছিলেন। এমনটাই জানানো হয়েছে অসম সরকারের পক্ষ থেকে। ইতি মধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী অসম পুলিশকে অনুরোধ করেছেন এফআইআর সংক্রান্ত সমস্ত নথি যেন তারা ‘সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট’-এর হাতে তুলে দেয়।
