রেকর্ড গড়ল যোগী আদিত্যনাথের অযোধ্যা, দীপাবলিতে ২৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বেলে নাম তুলল গিনেস বুকে

গতকাল সোমবার ছিল দীপাবলি। আর এই দিন দেশ জুড়ে নানানভাবে দীপাবলির উৎসব পালন করা হয়েছে। দীপাবলি হলো আলোর উৎসব। গোটা দেশের বিভিন্ন জায়গায় প্রদীপ, মোমবাতি বা বৈদ্যুতিক আলো জ্বেলে পালন করা হয়েছে দীপাবলি। আর এবারও রেকর্ড গড়ল অযোধ্যা। লক্ষ লক্ষ প্রদীপে সেজে উঠল অযোধ্যা। রবিবার থেকেই অযোধ্যায় এই উৎসব শুরু হয়ে গিয়েছে। সরযূ নদীর পাড়ে মোট ৫৬টি ঘাটে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।

তবে শুধু প্রদীপ নয়, আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ক্রেতা যুগ থেকে নব অযোধ্যার ইতিহাস। দীপাবলিতে প্রতি বছর রেকর্ড গড়ে অযোধ্যা। প্রতি বছর প্রদীপ প্রজ্বলনের সংখ্যা বাড়তে থাকে। এবারও জ্বলে উঠল ২৬ লক্ষেরও বেশি প্রদীপ। গতবছর যে সংখ্যক প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল, এবার সেই সংখ্যা আরও বাড়ল। ২৬ লক্ষ ১১হাজার ১০১টি প্রদীপ জ্বালিয়ে পালন করা হল দীপাবলি। আর এভাবেই ফের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল যোগী আদিত্যনাথের অযোধ্যা।

খবর
SGB: ১৫৩% লাভ! সভরিন গোল্ড বন্ডে বিনিয়োগকারীদের মুখে হাসি, ঘোষণা করল RBI

উত্তরপ্রদেশে প্রতি বছর এই প্রদীপ প্রজ্বলনের রীতি চলে আসছে। ২৬ লক্ষেরও বেশি প্রদীপ একসঙ্গে জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে ভক্তদের মন জুড়িয়ে গিয়েছে। এই উৎসবে প্রদীপ জ্বালাতে হাজির হয়েছিলেন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই উৎসব পালনে ১০ হাজার মানুষ একত্র হয়েছিলেন। এদিন প্রথমে প্রদীপগুলিকে নিজেদের জায়গায় সাজানো হয়। এরপর তাতে তেল ঢেলে সন্ধ্যাবেলায় জ্বালানো হয় সেগুলি।

এভাবেই প্রতিবছর অযোধ্যায় পালন করা হয় দীপাবলি। এর পাশাপাশি রামায়ণের বিভিন্ন কাহিনিকে উপস্থাপিত করতে ১১০০টি ড্রোন ব্যবহার করা হয়েছে। আর এই ড্রোনের মাধ্যমে রামায়ণের বিভিন্ন কাহিনিকে সকলের সামনে তুলে ধরা হয়।

Picsart 25 10 21 12 41 30 344

খবর
দীপাবলির রাত পেরোতেই ধোঁয়ায় ঢাকল দিল্লি, দূষণের মাত্রা পার করল ৪৫০

#ayodhya #diwalicelebration

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক