কাঁটাযুক্ত মনসা গাছ বা ইউফোরবিয়া নেরিফোলিয়া কানের ব্যথা, ত্বকের সমস্যা ও পাইলসে উপকারী হলেও এতে বিষগুণও রয়েছে। চিকিৎসকের পরামর্শ জরুরি।
রাস্তার ধারে বা আগাছার মধ্যে দেখা যায় কাঁটাযুক্ত মনসা গাছ, যার বৈজ্ঞানিক নাম Euphorbia nerifolia। দেখতে সাধারণ হলেও এর ঔষধি গুণ বহু প্রাচীনকাল থেকেই পরিচিত আয়ুর্বেদ চিকিৎসায়।
আয়ুষ চিকিৎসক বিশ্বজিৎ ঘোষের মতে, এই উদ্ভিদে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে, যা ত্বকের সংক্রমণ, ফুসকুড়ি, বাতের ব্যথা, হাঁপানি, পাইলস, ফিস্টুলা ও কানের যন্ত্রণা নিরাময়ে সহায়তা করে। এর পাতার সেক ব্যথা কমাতে কার্যকর, আর পাতার রস কানের ব্যথা উপশমে ব্যবহৃত হয়। এছাড়াও ব্রণ, জ্বর ও প্লীহা রোগের চিকিৎসাতেও মনসা গাছের আয়ুর্বেদিক প্রয়োগ রয়েছে।
তবে সতর্কতা জরুরি। বিশ্বজিৎ ঘোষ জানান, আয়ুর্বেদ দ্রব্যগুণ মতে এই ভেষজ ‘উপবিষ’—অর্থাৎ এতে বিষগুণ রয়েছে। গাছের ক্ষীর ত্বকে লাগলে প্রদাহ হতে পারে এবং চোখে গেলে তা অত্যন্ত ক্ষতিকর। অল্প মাত্রায় সেবনেও বমি, ডায়রিয়া বা খিঁচুনি দেখা দিতে পারে।
তাই মনসা গাছের ঔষধি ব্যবহার করার আগে আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সঠিক প্রক্রিয়ায় শোধন করে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে এই ভেষজটি কার্যকর ও নিরাপদ হতে পারে।
জীবনযাপন
শীতে তুলসী গাছ সবুজ রাখার ঘরোয়া উপায়
#Ayurveda #HerbalMedicine #EuphorbiaNerifolia #HealthTips #NaturalRemedy

