টলিউডে ফের ইন্দ্রপতন। প্রয়াত হলেন টলি পাড়ার পরিচালক অরুণ রায়। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। অবশেষে বৃহস্পতিবার সকালে ক্যানসারের কাছে হার শিকার করেন তিনি। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন আরজি কর হাসপাতালে। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে এতদিন আইসি ইউ তে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল।
গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। অবশেষে আজ বৃহস্পতিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিচালক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন তাকে দেখতে এসেছিলেন টলিউড অভিনেতা দেব। দেবের সঙ্গে পরিচালকের যোগাযোগ ছিল ভালোই। পরিচালক দেবকে স্নেহ করতেন।
দেব অভিনীত ছবি ‘বাঘা যতীন’ পরিচালনা করেছিলেন অরুণ রায়। সেই ছবি দর্শক মহলে যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছিল। এরপরেও দেবের সঙ্গে আরও কাজ করার কথা ছিল অরুণ রায়ের। কিন্তু সেই কথা আর বাস্তবে পরিণত হল না। হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন পরিচালক। তবে হাসপাতালে শুয়ে দেবের ছবি ‘খাদান’ নিয়ে প্রশংসা করেছিলেন পরিচালক।
যদিও পরিচালকের প্রথম ছবির নাম ‘হীরালাল’। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কিঞ্জল নন্দ। অরুণ রায় পরিচালিত আরেকটি ছবি ‘বিনয় বাদল দীনেশ’ ছবিতেও অভিনয় করেছেন কিঞ্জল। সেই ছবি দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছিল। টলিউডে এক অন্য ধরনের চবি উপহার দিতেন পরিচালক। তার মৃত্যুতে ভেঙে পড়েছে টলি পাড়া।
কিঞ্জল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রয়াত পরিচালককে ১টার সময়ে হরিদেবপুর এর বাড়িতে নিয়ে যাওয়া হবে। ১.৩০ এ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি তিনি লেখেন, “হীরালালের মতোই, আমার হীরালাল..ভালো থেকো।” এছাড়া আরও অনেকেই পরিচালককে নিয়ে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন।