ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক তাহসান? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ১১ বছরের বৈবাহিক জীবনের পর বিবাহবিচ্ছেদ হয় তাহসান ও মিথিলার। এরপর মিথিলা টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইতিমধ্যে বাংলাদেশ সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, ফের বিয়ের পিঁড়িতে বসেছেন তাহসান।

জানা যাচ্ছে, ওপার বাংলার জনপ্রিয় রূপটান শিল্পী রোজা আহমেদকে নাকি স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন তাহসান। এই খবর যখন চারিদিকে রটে গিয়েছে ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বিয়ের ছবি সেইসময় তাহসান বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন, “বিয়ে এখনও হয়নি, শনিবার সন্ধ্যায় সবটা জানাবেন। এই ছবি শুক্রবার ঘরোয়া অনুষ্ঠানে তোলা।”

যদিও ইতিমধ্যে রটে গিয়েছে তাহসান রোজাকে বিয়ে করছেন। রোজা আহমেদ বিগত ১০ বছর ধরে রূপটান শিল্পীর কাজ করছেন। তিনি নিউইয়র্কে তার পড়াশোনা শেষ করেছেন। এরপর দেশে ফিরে তার কাজে মনোনিবেশ করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় একজন শিল্পী। তবে তাহসানের অনুরাগীরা তার খবরে খুশি হয়েছেন।

গত ২০০৬ সালের ৭ই আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০শে জুলাই তাদের এটি কন্যা সন্তান জন্ম হয়। এরপর ২০১৭ সালে বিবাহিত জীবন থেকে সরে যান মিথিলা ও তাহসান। যদিও মিথিলা টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তাহসানকে কোনরকম সম্পর্কে জড়াতে দেখা যায়নি।

বিবাহবিচ্ছেদের পর এবার তার গাঁটছড়া বাঁধার গুঞ্জন শোনা গেলো। তাহসান বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক ও অভিনেতা। এর পাশাপাশি মিথিলা একজন অভিনেত্রী। তাহসানের গান দুই বাংলায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। যদিও শিল্পী তার এক কঠিন অসুখের জন্য গান গাওয়া বন্ধ করেছেন বেশ কিছুদিন। বর্তমানে তার কণ্ঠনালির হেটেরোটোপিয়া নামে একটি রোগের চিকিৎসা চলছে।

আরও পড়ুন,
*অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসছে নয়া নিয়ম, অনুমতি লাগবে অভিভাবকের, নতুন খসড়া প্রকাশ করল কেন্দ্র সরকার
সমুদ্রের কোলে নতুন বছর শুরু করলেন প্রিয়াঙ্কা! বিকিনি লুকে উষ্ণতা বাড়ালেন বহুমাত্রায়

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক