বিদেশ সফরে ১৪ দিনের বেশি সাথে থাকতে পারবেন না পরিবারের সদস্যরা! কঠোর নিয়ম আনলো বিসিসিআই

‘বর্ডার-গাভাস্কার’ ট্রফিতে ভারতের পরাজয় শুধুমাত্র ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ’এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনাকেই কমায়নি পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে কঠোর ব্যবস্থাপনারও সূত্রপাত ঘটিয়েছে। সম্প্রতি বিসিসিআই তাদের সাধারণ বার্ষিক সভায় বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে এসেছে।

যেখানে তাদের প্রধান লক্ষ্য ছিল ভারতের দুর্বল পারফরম্যান্সের মোকাবিলা করা এবং দলের প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। এসবের মধ্যেই তাদের নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো বিদেশ সফরের সময় ক্রিকেটারদের পরিবারের সদস্যদের সাথে থাকার সীমাবদ্ধতা।

জানা গিয়েছে, এবার থেকে ৪৫ দিন বা তার বেশি সফরে ক্রিকেটারদের স্ত্রী এবং অন্যান্য সদস্যরা ১৪ দিনের বেশি থাকতে পারবেন না। মূলত এই সিরিজে বিরাট কোহলি, কে এল রাহুল-সহ অন্যান্য ক্রিকেটারদের স্ত্রী’য়ের উপস্থিতির পর এই পরিবর্তন আনা হয়েছে।

এখানেই শেষ নয় বিসিসিআইয়ের তরফ থেকে আরও নির্দেশ দেওয়া হয়েছে সফরে থাকাকালীন সমস্ত খেলোয়াড়দের একটি টিম বাসের মধ্যেই ভ্রমণ করতে হবে। কারণ, সাম্প্রতিক সিরিজের সময় বিরাট কোহলির মতোন বেশ কিছু খেলোয়াড়দের আলাদাভাবে ভ্রমণ করতে দেখা গিয়েছে।

তাই গোটা দলের মধ্যে ঐক্য এবং দলগত চেতনাকে উৎসাহিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে যদি কেউ ১৫০ কেজির বেশি মালপত্র বহন করেন তাহলে তাকে নিজের থেকেই সে খরচ দিতে হবে। এক কথায় বলতে গেলে কঠোর অনুশাসনের মধ্যে আনা হতে চলেছে গোটা ক্রিকেট দলকে।

আরও পড়ুন,
*‘পোঙ্গলের ঘট থেকে, লোহরীর শিখা!’ সকল ভারতবাসীকে মকর সংক্রান্তিরশুভেচ্ছা জানালেন শ্রেয়া

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক