আরসিবি-র সেলিব্রেশনের আনন্দ মূহুর্তেই বদলে গেলো বিষাদে, পদপিষ্ট হয়ে মৃত ১০, সংখ্যা বাড়তে পারে আরও

দীর্ঘ আঠারো বছর পর আইপিএল-এর মাঠে রয়্যাল চ্যালেঞ্জারস্ বেঙ্গালুরু ছিনিয়ে নিল চ্যাম্পিয়নস্ ট্রফি। দীর্ঘ ১৮ বছর ধরে বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। তাই তার দল এই প্রথমবার আইপিএল জেতায় যেমন খুশি তিনি, তেমনই খুশি তার সমর্থকেরা। দেশ জুড়ে তাই খুশির হাওয়া বইছে। কিন্তু নিমেষেই সেই খুশি বদলে গেলো বিষাদে। ‘গার্ডেন সিটি’-এর আজকের দিনটা যেনো এক লহমায় পাল্টে গেলো। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবি জয়ের উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা।

সেখানে পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে মৃতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। প্রচুর মানুষ আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের শিবাজি নগরের বাউরিং হাসপাতাল ও লেডি কার্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পাশাপাশি আহতদের দেখতে হাসপাতালে ছুটলেন একাধিক বিজেপি ও কংগ্রেসের নেতারা।

আরসিবি জয়ের উল্লাসে নারী পুরুষ নির্বিশেষে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। বিরাট কোহলিকে দেখতে প্রচুর মহিলা সমর্থকদেরও ভিড় জমাতে দেখা যায়। প্রচুর ভিড়ের চাপে তারা গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন। এদিকে ভিতরে টিকিট ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়। আর তার ফলে ঘটে গিয়েছে এমন ঘটনা, এমনটাই জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

এদিকে আহতদের দেখতে বাউরিং ও লেডি কার্জন হাসপাতালে কর্ণাটকের বিজেপি সভাপতি বিউ বিজয়েন্দ্র পৌঁছোন। সেখানে গিয়ে তিনি কংগ্রেসকে নিশানা করেন এবং বলেন, যে ঘটনা ঘটেছে তার জন্য দায়ী সরকার। তার কথায়, প্রশাসন ভিড়ের চাপ সামলানোর মতন সঠিক ব্যবস্থা করেনি৷ এছাড়া তিনি আরও বলেন, “গোটা দেশ এবং কর্ণাটক যখন আরসিবির বিজয় উল্লাসে ভাসছে, তখন সঠিকভাবে সরকারপক্ষ কিছুই আয়োজন করতে পারেনি, যার ফলেই এই দুর্ভোগ।”

তিনি আরও বলেন, “ওরা তো এরজন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজনটুকু বোধ করেনি। তার থেকে পাবলিসিটিতে ব্যস্ত ছিল ওরা। এর জেরেই এতজনের মৃত্য। কতজন আইসিইউতে রয়েছেন।” বিজয়েন্দ্র আহতদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে পুলিশ, প্রশাসন কেউই ছিল না। এর পাশাপাশি হাসপাতালে আহতদের দেখতে হাজির হন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি বর্তমান পরিস্থিতিতে মানুষকে সরকারের উপর ভরসা রাখার বার্তা দিয়েছেন।

error: Content is protected !!