Bhojpuri: কয়েক মাস আগে দুর্দান্ত একটি ভোজপুরি গান মুক্তি পেয়েছে। যেই গানে রিল ভিডিও বানাননি এমন মানুষ নেই বললেই চলে। কারণ, এতোটাই জনপ্রিয় হয়েছে সেই গানটি। যার নাম ‘শিলা হউ কে।’ বর্তমান সময়ে ভোজপুরি ইন্ডাস্ট্রির রমরমা ঠিক কতখানি তা আমরা সকলেই জানি।
হাতেগোনা কয়েকটি রাজ্য পেরিয়ে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। এমন কোনো মানুষ নেই যিনি ভোজপুরি গান পছন্দ করে না। মূলত গানের কথা এবং গানের মিউজিক এগুলোকে বিশেষ করে তোলে সকলের কাছে।
ইতিমধ্যেই একাধিক শিল্পীর গান শুনেছি আমরা। আর তাদের মধ্যে বিখ্যাত হলেন চাঁদ জি এবং শিল্পী রাজ। তাদের কেরিয়ারে প্রচুর সংখ্যায় গান গেয়ে ফেলেছেন তারা। সম্মতি তাদের একটি গান তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই গানটির নাম ‘শিলা হউ কে।’
গানটি মূলত শ্যুট করা হয়েছে দিল্লীর বিভিন্ন অঞ্চলে। তাইতো সেখানকার জনপ্রিয় স্থানগুলিকেও দেখা গিয়েছে গানের মধ্যে। ইতিমধ্যে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে এই গানটিতে। সকলেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন।
তাদের মুখে একটাই কথা তারা ভোজপুরি গান শুনতে ভীষণ পছন্দ করেন। উল্লেখযোগ্য, আগে ভারতের সব জায়গায় ভোজপুরি গান অতটাও জনপ্রিয়তা পায়নি। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমানে সেগুলি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।