Viral Video: Mother leopard jumps from the top of the tree to protect her child

Viral Video: সন্তানকে রক্ষা করতে মায়েরা যে কোনো সীমা অতিক্রম করতে পারে। যে বিষয়টি আমরা বরাবরই দেখে এসেছি। তবে শুধুমাত্র মানুষের মধ্যেই নয় সমস্ত জীবকূলের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায়। সমস্ত প্রাণীরা তাদের সন্তানের প্রতি সম্মান যত্নশীল।

এক মা তার সন্তানকে রক্ষা করতে কতদূর যেতে পারে তাই সম্প্রতি উঠে এসেছে একটি ইউটিউব ভিডিওতে। তবে সেখানে কোনো মানুষ নয় বরং রয়েছে একটি চিতাবাঘ। ভিডিওটিতে দেখা যাচ্ছে মা চিতাবাঘ ও তার বাচ্চারা একসঙ্গে খেলাধুলা করছিলো।

হঠাৎ করে একটি চিতার বাচ্চা জঙ্গলের দিকে চলে যায়। আর তাকে একা পেয়ে তাকে ছোঁ দিয়ে তুলে নিয়ে যায় একটি ঈগল পাখি। সেই পাখিটি ওই চিতাবাঘের বাচ্চাটিকে একটি গাছের ওপরে রাখে। যা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে যায় মা চিতা।

এই গাছ থেকে ওই গাছ লাফিয়ে শেষ পর্যন্ত তার সন্তানকে রক্ষা করে সে। তার এই দুঃসাহস এটাই প্রমাণ করে যে সন্তানকে রক্ষার জন্য যে কোনো সীমানা অতিক্রম করতে সক্ষম মায়েরা। উল্লেখযোগ্য, জঙ্গলের অত্যন্ত ভয়ংকর একটি প্রাণী হলো চিতাবাঘ।

তবে তার বাচ্চাদেরও শিকার করে নিয়ে যেতে সক্ষম ঈগল পাখি। আসলে জঙ্গলের মধ্যে বেঁচে থাকার জন্য ক্রমাগত এই ধরণের লড়াই চলে আসছে দীর্ঘদিন ধরে। লড়াই না করলে নিজের অস্তিত্ব রক্ষা অসম্ভব হয়ে পড়ে যে কোনো প্রাণীর ক্ষেত্রেই।