কয়েকদিন আগে নিউজ রিপোর্টারদের সামনে আসা একটি ঘটনা হলো দীপিকা পাডুকোন, তিনি সুখে স্বাচ্ছন্দে সংসার করার জন্য নিজের অভিনয় কেউ ত্যাগ করতে পারেন প্রয়োজনে একথা বলেছেন অভিনেত্রী। দীপিকার বিভিন্ন কথাবার্তার মধ্যে থেকে জানা গেছে তিনি বাচ্চাদের ভালোবাসেন। ছেলে মেয়ের কারণে যদি তাকে অভিনয় কেউ বাদ দিতে হয় তিনি রাজি থাকবেন এমনই শোনা গেছে তার মুখে।
২০২৪ পর্তনা পড়তে সেলিব্রিটি দম্পতি তারা সুখবর জানিয়েছিলেন যে তাদের জীবনে নতুন প্রজন্মের আগমন ঘটছে অতি শীঘ্রই। কিন্তু কবে তার আগমন হবে সেটা জানার জন্য তার ফ্যানেরা অপেক্ষা করছে।
রণবীর ও দীপিকার সন্তানের আগমন কালের সম্ভাব্য মাস সম্পর্কে জানা গেছে সেপ্টেম্বর মাসের কোন একদিন হতে পারে সুখবরের সেদিন। একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে সেপ্টেম্বরের 28 তারিখ তাদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি দক্ষিণ বোম্বে কোন একটি বিখ্যাত হসপিটাল। দীপিকা নতুন অতিথির আগমনের জন্য কাজ থেকে বিরতি নিয়ে উপভোগ করছেন সময়টাকে।
সংবাদ মাধ্যম থেকে আরও জানা গেছে দীপিকা মেটার্নিটি লিভ থেকে পুনরায় টিভির পর্দায় ফিরবেন ২০২৫ সালে। কিছু গুঞ্জন শোনা গেছে হয়তো মার্চ পর্যন্ত হতে পারে খবরটি কতটা সত্যি সেটা এখনো জানা যায়নি।
মুম্বাইয়ের কোন একটি অনুষ্ঠানে রণবীর সিংয়ের মাকে দেখা যায় সেখানে সাংবাদিকরা তাকে অভিনন্দন জানালে পরবর্তী দিন সাধুবাদ ও জানিয়েছেন তার এই নতুন অতিথির আগমনের উদ্দেশ্যে।এই প্রসঙ্গে বলা যেতে পারে ২০১৩ সালে বিখ্যাত চিত্রপরিচালক সঞ্জয় লীলা বানসালির সিনেমা রামলীলা সেটে প্রথম দীপিকা ও রণবীরের আলাপ হয়। এরপর কথাবার্তার মাধ্যমে আস্তে আস্তে বন্ধুত্ব বাড়লো সম্পর্কটা প্রেমের সম্পর্ক গড়ে উঠলো,তারপর ২০১৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।এখন বিভিন্ন ওঠা পড়ার মধ্য দিয়ে তাদের সুখী জীবন যাপন অতিবাহিত করছেন তারা।
আরও পড়ুন,
*পরনে সাদা রঙের জামা, হাতে রয়েছে ব্যাট, ছবিটি দেখে চিনতে পারলেন টলিউডের অভিনেতাকে?