মুক্তি পেলো ‘বিনোদিনী : একটি নটীর উপাখ্যান’-এর প্রথম টিজার

বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় নতুন ছবি ‘বিনোদিনী :একটি নটীর উপাখ্যান’। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে প্রথম বিনোদিনী রূপে প্রকাশ্যে সকলকে চমকে দিয়েছিলেন রুক্মিণী। এরপর ২০২৩ সালের মার্চ মাসে শেষ হয়েছে ছবির শ্যুটিং। অবশেষে মুক্তি পেতে চলেছে সেই ছবি।

তার আগে ছবির টিজার প্রকাশ্যে এলো। দীপাবলির শুভক্ষণে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলো ছবির কিছু মূহুর্ত। ছবিতে নটী বিনোদিনীর বেশে নজর কাড়লেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। টিজারে প্রথমেই দেখানো হয়েছে বিনোদিনীর থিয়েটারের প্রতি ভালোবাসা। এই থিয়েটার তার প্রাণভোমরা। অসামান্য অভিনয় ও প্রতিভার অধিকারী হয়েও চিরকাল তিনি অবহেলিত হয়েছেন। বারবনিতার পরিবেশ থেকে উঠে এসেও অনেক ছোটোবেলায় তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।

মাত্র ১২ বছর বয়সে এত অল্প সময়ের মধ্যে তিনি মঞ্চে অভিনয়ে বিপুল সাফল্য অর্জন করেন। এমন নানান কাহিনিতে মোড়া নটী বিনোদিনীর জীবন উঠে এলো ছবির প্রথম টিজারে। ছবিতে গিরিশ ঘোষের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি। গিরিশ ঘোষ ছিলেন বিনোদিনীর শিক্ষাগুরু। শেষ জীবনে তিনিও বিনোদিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। ছবিতে রাঙাবাবুর চরিত্রে অভিনয় করেছেন রাহুল বোস। ব্যবসায়ী গুর্মুখ রায়ের চরিত্রে দেখা যাবে মীরকে।

এছাড়া কুমার বাহাদুরের চরিত্রে দেখা মিলবে ওম সাহানির। সকলেই একেবারে যথাযথ তাদের চরিত্রের জন্য। এছাড়া সবচেয়ে আকর্ষণীয় চরিত্রে রুক্মিণী মৈত্র একেবারে মানানসই। বিনোদিনীর প্রতিটি ভাবমূর্তিকে তিনি যেনো স্পষ্ট তুলে ধরেছেন। তাকে বলতে শোনা গেলো, “এই থিয়েটারকে আমি পুজো করি। ‘বিনোদিনী দাসী কিন্তু বিকাও নয়। আমার অভিনয় বিকাও হতে পারে। তা দেখতে হলে টাকা দিয়ে টিকিট কাটুন। আমার অভিনয় কিনুন, দেখতে আসুন। তবে ভুল করেও বিনোদিনী দাসীকে কিনতে আসবেন না।”

এমন একাধিক দৃশ্য ফুটে উঠেছে টিজারে। ছবিতে প্রতিটি চরিত্র পূর্ণতা পেয়েছে। ছবির প্রথম টিজার প্রকাশ পাওয়ার পরই তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে বিনোদিনীর জীবনের নানান দিক ফুটে উঠবে। এর পাশাপাশি তার পার্শ্বচরিত্রগুলিকেও ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরেন্দ্র ও সৌম্যজিৎ।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক