বার্ড ফ্লুর দ্রুত সংক্রমণে জার্মানিতে দুই খামারের এক লাখ ৩০ হাজার হাঁস-মুরগি নিধনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ, সংক্রমণ রুখতে কড়া ব্যবস্থা।
জার্মানিতে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী বার্ড ফ্লু। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বার্লিনের উপকণ্ঠে অবস্থিত দুই খামারের প্রায় এক লাখ ৩০ হাজার হাঁস-মুরগি নিধনের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে, ব্র্যান্ডেনবার্গ রাজ্যের মেরকিশচ-ওদারলান্দ জেলার দুটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। একটি খামারে ৮০ হাজার হাঁস ও অন্যটিতে ৫০ হাজার ব্রয়লার মুরগি নিধন করে সংক্রমণ রোধের চেষ্টা চলছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শে স্থানীয় পশুসম্পদ দপ্তর প্রাণিস্বাস্থ্যের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে।
জার্মানির কৃষিমন্ত্রী অ্যালোইস রাইনার জানিয়েছেন, গত দুই সপ্তাহে সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাই নজরদারি জোন তৈরি ও খামারের পাখিদের আলাদা স্টলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির জাতীয় পশু-রোগ গবেষণাকেন্দ্র ফ্রিডরিখ লেফলার ইনস্টিটিউট (এফএলআই) সতর্ক করেছে, সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি “উচ্চ”। সংস্থাটি জানিয়েছে, এ বছর প্রথমবারের মতো সারস পাখিতেও বার্ড ফ্লু ধরা পড়েছে।
মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম হলেও এফএলআই সবাইকে অসুস্থ বা মৃত পাখির সংস্পর্শ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
খবর
মঙ্গলবার ফের কমলো সোনার দাম, জানুন আজকের রেট
#Germany #BirdFlu #AvianInfluenza #HealthCrisis #Poultry #Berlin #Outbreak #AnimalHealth #FLI #EuropeanNews

