বেঙ্গালুরুর তিলকনগরে অটো থেকে এক মহিলার দেহ উদ্ধার। বিছানার চাদরে মোড়ানো অবস্থায় মেলে দেহ। পুলিশ খুনের সন্দেহে তদন্ত শুরু করেছে।
কর্ণাটকের বেঙ্গালুরুর তিলকনগরে এক মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টা নাগাদ মেন রোডে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিছানার চাদরে মোড়ানো অবস্থায় দেহটি দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা।
তিলকনগর থানার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সালমা (৩৫)। কিছুদিন আগেই স্বামীর মৃত্যু হয়েছিল তাঁর, এবং তাঁর চার সন্তান রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সালমাকে মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।
পুলিশের ধারণা, খুনের পর অভিযুক্ত ব্যক্তি দেহটি বিছানার চাদরে মুড়ে অটোর ভিতর ফেলে রেখে পালিয়ে যায়। তদন্তকারীদের সন্দেহ, এই ঘটনার পিছনে মৃতার কোনও ঘনিষ্ঠ ব্যক্তি জড়িত থাকতে পারে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে তিলকনগর থানা।
বিনোদন
পুরুষের অহং সামলাতে বিশেষ কৌশল অবলম্বন করেন জাহ্নবী কাপুর, কী সেই টেকনিক? জানুন
#Bengaluru #CrimeNews #Tilaknagar #MurderCase #IndiaNews #Karnataka #BreakingNews
