এবার গণেশ চতুর্থীতে মেতে উঠলেন বলিউড অভিনেতা সালমান খান! যা দেখে রীতিমতো মুগ্ধ সকলে। আমরা সকলেই জানি ধর্মীয় দিক দিয়ে মানুষ আলাদা হলেও এমন অনেক বড়ো উৎসব রয়েছে যা বিভিন্ন ধর্মের মানুষকে এক করে দেয়। মুম্বাইয়ের গণপতি উৎসবও সেরকম।
দীর্ঘ সময় ধরে বলিউডের বহু তারকারা ভিন্ন ধর্মের হলেও গণপতি উৎসবে সমানভাবে অংশগ্রহণ করে আসছেন। তার মধ্যেই একজন হলেন সালমান খান। এই দিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গণপতি উৎসবের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় তার পরিবারের সকলে মেতে উঠেছেন আনন্দে।
শুরুতেই দেখা যায় তার বোন অর্পিতা কোলে করে গণেশজিকে নিয়ে যাচ্ছেন। এরপর সেখানে উপস্থিত হয়েছেন তার দাদা আরবাজ খান থেকে শুরু করে মা, বাবা, অর্পিতার স্বামী আয়ুষ শর্মা, আরহান খান প্রমুখরা। এরপর দেখা যায় বাজনার সাথে সকলে নাচে মেতে উঠেছেন
যার দ্বারা এটাই স্পষ্ট হয়েছে পুজো তারা ভরপুর উপভোগ করেছেন। তাদের পরিবারের সদস্য ছাড়াও সেখানে উপস্থিত হয়েছিলেন অন্যান্য ভক্তরা। সকলের সাথে মিলেমিশে এই অনুষ্ঠান উদযাপন করেছেন বলিউডের ভাইজান। এরপর দেখা যায় সকলে গনেশজির আরতির পর তার বিসর্জন দিচ্ছেন।
এই ভিডিও দেখার পর নানান রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ যেমন তাদের প্রশংসা করেছেন আবার অনেকে সমালোচনা করতেও ছাড়েননি। তাদের মতে ভিন্ন ধর্মের হয়েও সালমানের পরিবারের এই উৎসব পালন করা মোটেই উচিত হয়নি। যদিও এসব বিষয়কে কখনোই তোয়াক্কা করেন না তারা।
আরও পড়ুন,
*নতুন বন্ধু, পরিচয় করালেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ!