বলিউডে একসময় চুটিয়ে অভিনয় করেছেন তিনি। এরপর ধীরে ধীরে হলিউডে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে তার অভিনয় দক্ষতা সম্পর্কে সকলেই অবগত। বর্তমানে যদিও দেশে নয়, বরং মার্কিন মুলুকে বেশি থাকেন প্রিয়াঙ্কা। ২০১৮ সালে জাঁকজমকপূর্ণ বিয়ে সারেন তিনি। এরপর থেকে তিনি আমেরিকার বাসিন্দা হয়ে গিয়েছেন। মার্কিন মুলুকে থাকলেও দেশীয় আচার-আচরণ ভোলেননি তিনি। গতকাল শুক্রবার সব নিয়ম মেনে পালন করলেন করবা চৌথ।
আরও পড়ুন,
‘রক্তবীজ ২’ মুক্তি পেলো জাতীয় স্তরে, ছবির সাফল্য কামনায় পুরীর জগন্নাথ ধামে পুজো দিলেন মিমি চক্রবর্তী
স্বামী নিক জোনাসের সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেছেন ‘দেশি গার্ল’। ২০১৮ সালে বিয়ের পর অবশেষে ২০২২ সালে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের বাবা মা হয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। নিক ও প্রিয়াঙ্কার বয়সের পার্থক্য দশ বছরের। প্রিয়াঙ্কার থেকে নিক জোনাস দশ বছরের ছোটো হলেও তাদের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। বরং আরও যেনো বেঁধে-বেঁধে থাকেন তারা। বিগত আট বছরের দাম্পত্য জীবনে নিজের দেশীয় আচার মেনে চলেছেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন,
ক্লান্ত শরীরে ছেলেমেয়েকে বিমানে আগলে রেখেছেন শুভশ্রী, নেট দুনিয়ায় ছবি ভাগ করে নিলেন রাজ
এদিন করবা চৌথের দিন সারাদিন উপোষ করার পর অবশেষে সব রীতিনীতি মেনে উপোষ ভাঙেন প্রিয়াঙ্কা। এর পাশাপাশি তিনি হাতে মেহেন্দিও করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মেহেন্দি দিয়ে স্বামীর পুরো নাম লেখেন প্রিয়াঙ্কা। হিন্দিতে ‘নিকোলাস’ নাম লিখে নিজের হাত সাজান তিনি। এসব দেখে স্পষ্ট হয় নিজের সংস্কৃতিকে ভালোবেসে পালন করেন তিনি।
চলতি বছরে মুম্বাইয়ে মুখার্জি বাড়ির দুর্গা পুজোতেও হাজির ছিলেন ‘দেশি গার্ল’। এদিন লাল ওড়না মাথায় স্বামী নিকের সঙ্গে করবা চৌথ পালন করলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার পরনে ছিল কালো পোশাক ও নিকের পরনে একটি টি-শার্ট। সঙ্গে তাদের মেয়ে মালতীর ছবিও শেয়ার করে নিয়েছেন প্রিয়াঙ্কা। বর্তমানে সম্পর্ক ভাঙাগড়ার যুগে নিক ও প্রিয়াঙ্কার দাম্পত্য জীবন যেনো সকলের কাছে একটি স্বপ্নের মতন।
আরও পড়ুন,
প্রেমে মত্ত হার্দিক পান্ডিয়া, প্রাক্তন স্ত্রী নাতাশা কী প্রতিক্রিয়া দিলেন?