উদয়পুরে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়েতে বলিউড তারকাদের রঙিন উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বিয়ের ভিডিও, নাচের ক্লিপ—সব মিলিয়ে ‘হাই প্রোফাইল’ এই আসর যেন মিনি-বলিউড ফেস্টিভ্যাল। তবে এই প্রথম নয়, ভারতীয় শিল্পপতিদের বিলাসবহুল বিয়েতে বহুদিন ধরেই নিয়মিত নাচেন বলিউডের নামজাদা তারকারা। আর তাঁদের পারিশ্রমিক? শুনলে চোখ কপালে উঠবে!
রণবীর সিংহ: এনার্জির আগুন, পারিশ্রমিক ১ কোটি!
উদ্দাম নাচের জন্য বিশেষ পরিচিত রণবীর সিংহ। অনন্ত অম্বানীর বিয়েতেও তাঁর নাচ ভাইরাল হয়েছিল। শোনা যায়, বিয়ের অনুষ্ঠানে নাচতে রণবীর নেন প্রায় ১ কোটি টাকা বা তার বেশি।
আলিয়া ভট্ট: একসময় নিয়মিত, পারিশ্রমিক ১.৫ কোটি
বিয়ের আগে নিয়মিত নানা বিলাসবহুল অনুষ্ঠানে নেচেছেন আলিয়া ভট্ট। বিয়ের পর কম দেখা গেলেও অনন্ত অম্বানীর বিয়েতে রণবীর কাপুরের সঙ্গে তাঁর নাচ যথেষ্ট নজর কাড়ে। আলিয়ার পারিশ্রমিক প্রায় ১.৫ কোটি টাকা।
সলমন খান: উপস্থিতিতেই বদলে যায় আবহ, পারিশ্রমিক ২ কোটি
বলিউডের ভাইজান সলমন খানের উপস্থিতি মানেই হৈচৈ। বিয়ের আসরে তাঁর নাচ পুরো পরিবেশ বদলে দিতে পারে। জানা যায়, তিনি নেন ২ কোটি টাকা। নাচের কোরিয়োগ্রাফি নিয়েও তাঁর নিজস্ব পছন্দ আছে—জটিল স্টেপ পছন্দ নয়, তবে সহজ নাচেই তিনি বাজিমাত করেন।
রণবীর কপূর: একসময় ছুতমার্গ, এখন নেন ২ কোটি
আগে বিয়েতে নাচা নিয়ে আপত্তি থাকলেও এখন রণবীর কপূর নিজেই সেই ভাবনা বদলেছেন। বিয়ের অনুষ্ঠানে নাচতে তাঁর পারিশ্রমিকও প্রায় ২ কোটি টাকা।
দীপিকা পাড়ুকোন: মুগ্ধ করা নাচ, পারিশ্রমিক ১ কোটি
দীপিকার নাচ সবসময়ই দর্শকদের মন জয় করে। ‘হুসন তেরা তৌবা তৌবা’ গানের মতো বহু জনপ্রিয় পারফরম্যান্স রয়েছে তাঁর ঝুলিতে। বিয়েতে নাচতে দীপিকা নেন ১ কোটি টাকা।
ভিকি কৌশল: পারিশ্রমিক ১ কোটি
নাচে ভিকি কৌশলের ফ্যানবেস কম নয়। বিয়ের অনুষ্ঠানে নাচতে তিনি নেন ১ কোটি টাকার মতো।
ক্যাটরিনা কইফ: বিয়ের আসরের রানী, পারিশ্রমিক ৩.৫ কোটি
বলিউডের ‘ড্যান্স ডিভা’ বলা হয় ক্যাটরিনাকে। ‘শীলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’, ‘কমলি’—একাধিক সুপারহিট গানের নায়িকা তিনি। তাই বিয়ের মঞ্চে তাঁর উপস্থিতি মানেই আগুন লেগে যাওয়া! ক্যাটরিনার পারিশ্রমিক সবচেয়ে বেশি—৩.৫ কোটি টাকা।
শাহরুখ খান: কিং খানের স্টার পাওয়ার, পারিশ্রমিক ৩ কোটি
বলিউডের বাদশা শাহরুখ খানও বহু হাই-প্রোফাইল বিয়েতে নেচেছেন। শোনা যায়, তাঁর পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা।
অক্ষয় কুমার: ডিসিপ্লিনড নাচ, পারিশ্রমিক ২.৫ কোটি
অক্ষয় কুমারও বিয়ের অনুষ্ঠানে স্টেজ কাঁপান। তিনি নেন প্রায় ২.৫ কোটি টাকা।
শেষ কথা
বলিউড তারকারা শুধু পর্দায়ই নয়, ব্যবসায়ী পরিবারের বিয়ের মঞ্চেও সমানভাবে ঝলসে ওঠেন। কোটি টাকার পারিশ্রমিক, সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া—সব মিলিয়ে এ যেন তারকাদের আরেকটি রাজ-আয়!
আরও পড়ুন
শীতে মাথায় খুশকি–চুলকানি? দই–মধু–লেবুর ঘরোয়া চুলের মাস্কে উপকার, জানালেন অভিনেত্রী জ্যাস্মীন
