আর.জি কর কাণ্ডের প্রতিবাদে রাত্রি দখল করার আহ্বান জানানো হয়েছে মেয়েদের। স্বাধীনতার মধ্যরাত থেকেই কলকাতার জনপথ-সহ রাজ্যের একাধিক রাস্তায় মহিলা এবং পুরুষের ঢল দেখা গিয়েছে। তারই মাঝে এবার নৃশংসভাবে খুন হলেন বাংলার আরেক যুবতী।
গলা কেটে খুন করা হয়েছে তাকে। এই খবর উঠে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার অন্তর্গত নান্দুর গ্রামে। ঝাপানতলা এলাকায় নির্জন একটি স্থানে তরুণীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যে খবর পেতেই সেখানে হাজির হয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
শুরু হয়েছে তদন্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২২ বছর বয়সী ওই তরুণীর নাম প্রিয়াঙ্কা হাঁসদা। যিনি ব্যাঙ্গালোরের একটি শপিংমলে কাজ করতেন। কয়েক বছর আগেই ব্যাঙ্গালোরে চলে যান কাজের সূত্রে। সেখান থেকে মাত্র দুদিন আগেই বাড়ি ফিরে এসেছেন। বুধবার সন্ধ্যার সময় বাথরুম যাবার নাম করে বাইরে বেরিয়েছিলেন।
এরপর অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও ফিরে না আসায় পরিবারের সদস্যেরা তার খোঁজ করতে থাকেন। খুঁজতে খুঁজতে বাড়ির ১০০ মিটারের মধ্যেই তার গলাকাটা দেহ উদ্ধার হয়। যা দেখার পর চিৎকার করতে শুরু করেন তারা। তাদের চিৎকার শুনে সেখানে পৌঁছন প্রতিবেশীরা।
তার পরিবারের তরফ থেকে জানা হয়েছে পড়াশোনায় ভীষণই আগ্রহী ছিলেন প্রিয়াঙ্কা। কলেজ পাস করার পর এমএ’তে ভর্তি হয়েছিলেন তিনি। তবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ২০২৩ সালে ব্যাঙ্গালোরের শপিংমলে যোগ দেন। কী কারণে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো তা এখনো বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা।