kmc 20240713 084106 1

সম্প্রতি প্রতিটি টেলিকম সংস্থা যেমন, জিও, এয়ারটেল ও ভোডাফোন তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। সর্বনিম্ন ১১ শতাংশ ও সর্বোচ্চ ২৫ শতাংশ দাম বেড়েছে। রিচার্জের দাম বাড়ায় গ্রাহকদের কপালে রীতিমতো চিন্তার ভাজ। প্রতিটি টেলিকম সংস্থার রিচার্জের দাম হঠাৎ করেই বেড়ে যাওয়ার ফলে উদ্বিগ্ন গ্রাহকেরা। এমত অবস্থায় বাজারে দুর্দান্ত সুবিধা নিয়ে এললো বিএসএনএল। বাকিরা রিচার্জের দাম বাড়ালেও বিএসএনএল উল্টো পথে হেঁটেছে।

বর্তমানে দৈনন্দিন জীবনে স্মার্টফোনের দরকার হয়ে পড়েছে। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের প্রয়োজনীয়তা রয়েছে। যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে ইন্টারনেট এখন সকলের কাছে প্রয়োজন। তাই রিচার্জের দাম বাড়লেও একপ্রকার বাধ্য হয়েও রিচার্জ করতে হবে গ্রাহকদের। মোবাইল ইন্টারনেটের পাশাপাশি অনেকেই বাড়িতে ব্রডব্যান্ড ব্যবহার করেন। তাতে আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যায়।

বর্তমানে দু’টি সংস্থা ব্রডব্যান্ডের মাধ্যমে দেশের কোণায় কোণায় ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। আর সেই দু’টি কোম্পানি হলো জিও ও বিএসএনএল। একদিকে যেমন জিও তাদের জিও ফাইবার লঞ্চ করেছে তেমনই বিএসএনএল-এর ফাইবার লঞ্চ করেছে। জিও তাদের ফাইবারের দাম বাড়ায়নি। জিও ব্রডব্যান্ডের দাম একই রাখলেও বিএসএনএল ফাইবারের দাম ১০০ টাকা কমালো।

আর তা শোনার পর গ্রাহকেরা খুশি হয়েছেন। এই সময় উল্টো পথে হেঁটে গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে বিএসএনএল। ফাইবার ব্রডব্যান্ডের পরিষেবা এতদিন ৪৯৯ টাকায় পাওয়া যেতো। কিন্তু সেটিই এখন পাওয়া যাবে ৩৯৯ টাকায়। রিচার্জের দাম কমালেও ইন্টারনেট স্পিড কমবে না। এই রিচার্জে 60Mbps স্পীডে 3300GB ডেটা ব্যবহার করা। এর পাশাপাশি ল্যান্ড ফোনের মাধ্যমে আনলিমিটেড কলিং-এর সুবিধাও পাওয়া যাবে।

তবে এই বিশেষ অফারটি পাওয়া যাবে আগামী তিন মাসের জন্য। আগামী ৩ মাস ৩৯৯ টাকায় ব্রডব্যান্ডের এই সুবিধা ভোগ করতে পারবেন বিএসএনএল গ্রাহকেরা। তার জন্য নিজের ফোন থেকে ১৮০০ ৪৪৪৪ নম্বরে ‘Hi’ লিখে পাঠালেই বিস্তারিত চলে আসবে। এরপর বিএসএনএল ফাইবার বা ভারত ফাইবার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।