সোহিনী কিন্তু রণজয়ের প্রথম প্রেম নন, তালিকায় আছে আরও ৬ সুন্দরী

kmc 20240725 162359 b7BrNf6s5p

বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু। আসলে তার প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকারের বিয়ের পর থেকে তাকে নিয়ে তুমুল সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ চার বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয়েছে তাদের। সকলেই অবাক হয়েছিলেন তাদের আলাদা হয়ে যাওয়ার খবর শুনে। তবে এরপর কেটে গিয়েছে বেশ কিছু সময়। শোভন গাঙ্গুলীর সাথে নতুন জীবন শুরু করেছেন সোহিনী। অন্যদিকে সোহিনী কিন্তু রণজয়ের প্রথম প্রেম নন। এর আগেও একাধিকবার প্রেম এসেছে তার জীবনে। আজ আমরা সেই তালিকাই তুলে ধরবো আপনাদের সামনে।

অস্মিতা মুখোপাধ্যায়

২০০৯ সালে সম্পর্ক গড়ে উঠেছিল অস্মিতা এবং রণজয়ের। অভিনেতার জীবনের প্রথম প্রেম ছিলেন অস্মিতা। তবে এক বছরের মধ্যে সেই সম্পর্ক ভেঙে যায়। এই অভিনেত্রী এখন অন্য কারো সাথে সংসার করছেন।

সায়ন্তনী গুহঠাকুরতা

রণজয়ের সাথে বেশ কয়েক বছর সম্পর্ক ছিল মডেল তথা অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার। ২০১০ থেকে ২০১৩ তিন বছরের সম্পর্ক ছিল রণজয়-সায়ন্তনীর। তবে এরপর সে সম্পর্ক ভেঙে যায়।

শিবাঙ্গী শর্মা

হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ শিবাঙ্গী শর্মা। তার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন রণজয়। তবে এক বছরের মধ্যে সেই সম্পর্ক ভেঙে যায়। শিবাঙ্গী এখন কন্টেন্ট ক্রিয়েটার, পাশাপাশি সংসারও করছেন।

প্রিয়াঙ্কা মণ্ডল

২০১৫ সালে এই ফের রণজয়ের জীবনে নতুন প্রেমের আবির্ভাব ঘটে। ২০১৫ থেকে ২০১৮ তিন বছর একসঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা এবং রনজয়। তবে কোনো এক কারণে সেই সম্পর্ক ভেঙে যায়।

অন্তরা চৌধুরী

২০১৯ সালে মডেল অন্তরা চৌধুরীর সাথে সম্পর্কে জড়ান তিনি। তবে কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্ক শেষ হয়ে যায়।

সোহিনী সরকার

২০২০ সাল নাগাদ রণজয়ের জীবনে প্রবেশ করেন অভিনেত্রী সোহিনী। একটি কাজের সূত্রে পরিচয় হয়েছিল তাদের। সেখান থেকে ধীরে ধীরে বন্ধুত্ব এবং অবশেষে প্রেম। চার বছরের সম্পর্ক ছিল তাদের। এমনকি বেশ কিছু সময় লিভ-ইন করেছেন। তবে গত বছর বিচ্ছেদ হয়ে যায় তাদের।

শ্যামৌপ্তি মুদলি

সোহিনীর সাথে বিচ্ছেদের পর থেকেই শোনা যায় ‘গুড্ডি’ ধারাবাহিকের অভিনেত্রী শ্যামৌপ্তির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন রণজয়। কারণ, মাঝেমধ্যেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনো মুখ খোলেননি তারা।

আরও পড়ুন,
*নক্ষত্রপতন! চিরদিনের মতো পৃথিবী ছেড়ে চলে গেলেন শাফিন আহমেদ