দার্জিলিং, ১৮ অক্টোবর: পাহাড়ি রাস্তায় ফের ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার পথে পাংখাবাড়ি রোডে একটি ছোট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাঁরা দার্জিলিং থেকে শিলিগুড়ির নকশালবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সকাল প্রায় আটটা নাগাদ পাংখাবাড়ি রাস্তায় এক বাঁকে এসে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট নিচে গিয়ে পড়ে। দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর
Dhaka Airport Fire: ঢাকা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড
দার্জিলিং থানার পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় রাজেশ পাশওয়ান ও সুমিত সিংহ নামে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা দু’জনেই নকশালবাড়ির বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন রাজ দাস, তারক বিশ্বাস এবং করণ ঠাকুর। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খবর
দার্জিলিং–সিকিমের ‘লাইফলাইন’ ফের বিপর্যস্ত! তারখোলায় ধসে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
চিকিৎসকদের বক্তব্য, আহত তিনজনের শরীরে একাধিক আঘাত রয়েছে, তবে বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি ও নকশালবাড়ি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদের পরিবার ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ।
এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে পাহাড়ি রাস্তায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাংখাবাড়ি রোডের একাধিক বিপজ্জনক বাঁকে রেলিং নেই, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। তাঁদের দাবি, প্রশাসন যেন দ্রুত রাস্তাগুলিতে সুরক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেয়।
খবর
সংকটে উত্তর কলকাতার ঐতিহ্য, হাতে টানা রিকশাচালকদের নবান্নের দোরগোড়ায় আবেদন
#DarjeelingAccident #PankhabariRoad #Siliguri #WestBengalNews #RoadAccident #NorthBengal #BreakingNews #HillRoadSafety #DarjeelingNews #DigitalNews