বাংলাদেশ সম্পর্কে বক্তৃতা দিতে গিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ছবি ক্রমশ প্রকট হয়ে উঠছে। দিকে দিকে হিংসার আগুনে জ্বলছে পড়শি দেশ। হিন্দুদের উপর অত্যাচার নেমে আসায় সেই হিংসার আগুন ছড়িয়ে পড়ছে ভারতেও। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে সরব ভারতের নানান প্রান্ত।

এবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ঘটনার প্রসঙ্গ তুলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা দলত্যাগী বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ উঠছে কেএস ঈশ্বরাপ্পার বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দল এবং ‘হিন্দু হিতরক্ষা সমিতি’র যৌথ সভায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আপত্তিকর কথা বলেছেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। ইতিমধ্যে কেএস ঈশ্বরাপ্পার বক্তৃতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ এই ঘটনার পর কেএস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে কর্নাটকের কংগ্রেস পরিচালিত সরকারের পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

ঈশ্বরাপ্পা ইয়েদুরাপ্পার জেলা শিবমোগ্গার প্রভাবশালী লিঙ্গায়েত নেতা। তিনি গত ২০২২ সালে এক ঠিকাদারের আত্মহত্যার প্ররোচনার মামলায় ও দুর্নীতির জেরে অভিযুক্ত হন। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে একপ্রকার বাধ্য হন।

বিধানসভা নির্বাচনেও টিকিট পাননি। অবশেষে লোকসভা নির্বাচনে হাভেরী আসনটি ছেলের জন্য চেয়েও আশাহত হন তিনি। অবশেষে বিজেপি ছেড়ে নির্দলে যোগ দেন তিনি। শিবমোগ্গা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র রাঘবেন্দ্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনও লাভ হয়নি। তিনি সেই আসনে হেরে যান।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক