অভিনেত্রী পায়েল দেবকে সকলেই চেনেন৷ যারা নিয়মিত বাংলা ধারাবাহিক দেখেন তাদের কাছে বেশ জনপ্রিয় তিনি। রাঙা বউ এবং এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। ফের তিনি চর্চায় উটে এলেন। গত বছর জুন মাসে তার দীর্ঘদিনের পাঞ্জাবি প্রেমিকের সঙ্গে রোকা সেরেছিলেন তিনি। এবার গতকাল বৃহস্পতিবার সেই প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি।
আর সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পায়েলকে দেখা গিয়েছে লাল টুকটুকে বেনারসি, সোনার গয়নায় নিজেকে সাজিয়েছেন তিনি। সঙ্গে তার পাঞ্জাবি বরকেও দেখা গিয়েছে। পায়েলের বরের নাম শিখর। তিনি বাঙালি নন। তিনি একজন পাঞ্জাবি। তাই পায়েলের বিয়ে পাঞ্জাবি ও বাঙালি দুই নিয়মেই অনুষ্ঠিত হয়েছে।
২০২১ সাল থেকে পায়েল শিখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। শিখর পেশায় একজন ব্যবসায়ী। বৃহস্পতিবার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর বেশ খুশি দেখা গিয়েছে পায়েলকে। পায়েল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের মানুষ। তাই তার বিয়েতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও হাজির থাকতে দেখা গিয়েছে।
নতুন বর ও বউয়ের সঙ্গে ছবি তুলেছেন মুখ্যমন্ত্রী। হাতে তুলে দেন পছন্দের উপহার। এর পাশাপাশি নবদম্পতিকে আশীর্বাদ করেন তিনি। বিয়ের আসরে দেখা গিয়েছে শ্রেয়া পাণ্ডেকেও। বিয়ের আসরে বাজতে শোনা গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’-এর গান ‘তুম ক্যায়া মিলে।’ সবমিলিয়ে জমজমব্যপার লক্ষ্য করা গিয়েছে।