জীবনবীমা ও স্বাস্থ্যবীমার উপর থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হল জিএসটি, আর কোন কোন পণ্যের উপর বদল আনা হল জিএসটির? জানুন

কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে জিএসটি বা পণ্য পরিষেবা কর নেওয়া হয়। এই পণ্য পরিষেবা করের পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল কেন্দ্র সরকার। অবশেষে সেই পরিবর্তিত পণ্য পরিষেবা করের বদলের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করলেন। জানা যাচ্ছে, ১২ ও ১৮ শতাংশ হারে যে জিএসটি স্তর ছিল সেটি তুলে নেওয়া হয়েছে। তার বদলে ৫ ও ১৮ শতাংশ হারে জিএসটি কার্যকর করা হবে। এর পাশাপাশি কিছু পণ্য ৪০ শতাংশ জিএসটির আওতায় আনা হয়েছে।

যে যে পণ্যের দাম সস্তা হল – দুধ, পাউরুটি, রুটি, পনির, ছানার উপর ৫ শতাংশ জিএসটি ছিল সেটি তুলে নেওয়া হয়েছে। এর পাশাপাশি কনডেন্সড্ মিল্ক, তেল, ঘি, মাখন, চিজ ও দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর ১২ শতাংশ থেকে জিএসটি কমিয়ে সেটি ৫ শতাংশ করা হয়েছে। ১২ থেকে ৫ শতাংশ জিএসটি কার্যকর করা হল বাদাম, খেজুর, অ্যাভোকাডো, আনারস, আম সহ একাধিক ফলের জন্য।

এছাড়া জিএসটি ১২ শতাংশ থেকে ৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে জ্যাম, জেলি, ইস্ট, সয়াবিন, মাশরুম, পানীয় জলের ২০ লিটারের বোতল, ভুজিয়া, নারকেলের জলের উপর। এছাড়া পশু চর্বি, সংরক্ষিত ও রান্না করা মাংস, চিনি, পাস্তা, সসেজ, মাছ, স্প্যাগেটি, নুডলস্ সহ বিভিন্ন সব্জির দামের উপর ১২ শতাংশ থেকে জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বিড়ির পাতার উপর ১৮ শতাংশ থেকে জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। এর পাশাপাশি বিড়ির উপর ২৮ থেকে ১৮ শতক জিএসটি কমিয়ে আনা হচ্ছে। এর পাশাপাশি মধু, মিছরি, কেক, চকোলেট, স্যুপ, কর্নফ্লেকস্, আইসক্রিম, জিলেটিনের উপর ১৮ শতাংশ থেকে জিএসটি কমিয়ে সেটি করা হয়েছে ৫ শতাংশ। এর পাশাপাশি সমস্তরকম স্বাস্থ্যবীমা ও জীবনবীমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। টিভি, এসি, ছোটো গাড়ি, ৩৫০ সিসি বাইকের দাম কমানো হয়েছে।

যে যে জিনিসের উপর জিএসটি বাড়ানো হল – সিগারেট, চুরুট, তামাকজাত দ্রব্য, বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট, মোটরসাইকেল, রেসিং কারের উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। পান মশলা, কার্বনযুক্ত পানীয়, বাড়তি চিনি মিশ্রিত পানীয়ের উপর ২৮ শতাংশ থেকে জিএসটি বাড়ানো হয়েছে ৪০ শতাংশ। এর পাশাপাশি কয়লার দামের উপর দিতে হবে আরও ১৮ শতাংশ জিএসটি।

আরও পড়ুন
Health Insurance Tips: স্বাস্থ্য বীমা নেওয়ার পর ধরা পড়েছে নতুন রোগ? কী করবেন?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক