মঙ্গল-শনি দোষ কাটাতে নারকেলের টোটকা: হিন্দুশাস্ত্রে চার উপায়ের গুরুত্ব

হিন্দু সংস্কৃতিতে নারকেলের গুরুত্ব অপরিসীম। পুজো-পার্বণ হোক বা শুভ কাজের সূচনা—নারকেলকে সর্বদাই শুভ প্রতীক হিসেবে ধরা হয়। ঘটের উপরে ডাব রাখা থেকে শুরু করে লক্ষ্মীপুজোর নাড়ি বা পৌষ সংক্রান্তির পাটিসাপটা—সব ক্ষেত্রেই নারকেল শুভ শক্তির প্রতীক। শুধু ধর্মীয় আচারেই নয়, শরীর ঠান্ডা রাখার ক্ষমতা থাকার জন্যও ডাবের জল মানুষের কাছে প্রিয়।
তবে বহু মানুষ জানেন না, নারকেলকে কেন্দ্র করে কিছু প্রাচীন টোটকা বা বিশ্বাসও প্রচলিত রয়েছে, যেগুলির মাধ্যমে জীবনের নানা সমস্যা নাকি দূর হয়—এমনটাই মনে করা হয় হিন্দুশাস্ত্র-সংক্রান্ত নানা লোকবিশ্বাসে। বিশেষত গ্রহদোষ, আর্থিক সমস্যা বা ঘরোয়া অশান্তি দূর করতে নারকেলের ব্যবহার বহু জায়গায় উল্লেখ করা হয়। নিচে সেই চারটি প্রচলিত উপায় তুলে ধরা হল।

১. কালসর্প দোষ ও শনির প্রভাব কমাতে দান
যাঁরা কালসর্প দোষে ভুগছেন বলে মনে করেন, তাঁদের জন্য প্রথম উপায়টি Saturday বা শনিবারের সঙ্গে যুক্ত। বিশ্বাস করা হয়, শনিবার পাঁচজন দরিদ্র মানুষকে একটি করে শুকনো নারকেল ও একটি উষ্ণ কম্বল দান করলে শনিদেবের কৃপালাভ হয়। এতে কালসর্পের ক্ষতিকারক প্রভাব নাকি কিছুটা কমে যায় এবং জীবনে স্থিতিশীলতা আসে।

২. মঙ্গলের কুপ্রভাব দূর করার টোটকা
জ্যোতিষ মতে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব বাড়ির শান্তি নষ্ট করতে পারে বলে ধরা হয়। এই অবস্থায় মঙ্গলবার একটি লাল কাপড়ে নারকেল মুড়িয়ে তা দিয়ে বাড়ির চারদিকে তিনবার প্রদক্ষিণ করতে বলা হয়। পরে সেই নারকেল প্রবাহমান জলে বিসর্জন দিতে হয়। এই উপায়ের মাধ্যমে মঙ্গলের অশুভ শক্তি নাকি দূর হয় এবং গৃহশান্তি বজায় থাকে।

৩. আর্থিক উন্নতির জন্য হনুমান মন্দিরে অর্পণ
অর্থনৈতিক সমস্যায় ভোগা মানুষের জন্য আরেকটি প্রচলিত উপায় রয়েছে। মঙ্গলবার শুকনো নারকেলের উপর কমলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে সেটি হনুমান মন্দিরে অর্পণ করতে হয়। টানা আটটি মঙ্গলবার এই উপায় মানলে আর্থিক স্থিতি উন্নত হয় বলে লোকবিশ্বাস রয়েছে। কমলা সিঁদুর বজরংবলির পায়ে স্পর্শ করানো হলে তা আরও শুভ বলে মনে করা হয়।

৪. শনির কোপ থেকে রক্ষা পেতে মন্ত্রোচ্চারণ
শনির অশুভ প্রভাব কমানোর জন্য প্রবাহিত জলের সামনে দাঁড়িয়ে হাতে একটি নারকেল নিয়ে সাতবার ‘ওম রামদূতায় হনুমতে নমঃ’ মন্ত্র জপ করার পর নারকেলটি জলে ভাসিয়ে দেওয়ার রীতি প্রচলিত। সপ্তাহের যেকোনো দিন করা গেলেও শনিবারে এই উপায় মানলে নাকি ফল আরও ভালো হয়।

আরও পড়ুন
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লটারিতে ভাগ্য খুলতে পারে চার রাশি

সমাপ্তি
হিন্দুশাস্ত্রানুসারী এসব টোটকার বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও বহু মানুষ এখনও বিশ্বাসের জোরে এগুলি পালন করেন। কারও কাছে এগুলি আধ্যাত্মিক শক্তির প্রতীক, আবার কারও কাছে মানসিক শান্তি ও ইতিবাচক চিন্তার উৎস। বিশ্বাস যাই হোক, নারকেলের ধর্মীয় গুরুত্ব এবং সাংস্কৃতিক মূল্য ভারতীয় সমাজে আজও অটুট।

আরও পড়ুন
FIFA World Cup 2026: বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে তোলপাড়, তবুও উত্তেজনার কেন্দ্র ফুটবলই

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক