আরজি কর কাণ্ডের পরই পুরুষ চরিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য গুলশনারা, ‘আনফ্রেন্ড’ করার হিড়িক টলিপাড়ায়

kmc 20240813 215516 LfAGfjEI2r

সম্প্রতি এক বিতর্কিত মন্তব্যের কারণে অভিনেত্রী এবং নাট্যকর্মী গুলশনারা খাতুনকে বন্ধুতালিকা থেকে বাদ দিয়েছেন একাধিক তারকারা। তবে তিনি জানিয়েছেন তিনি তার বক্তব্যে অনড়। যারা তার থেকে দূরে যেতে চাইছেন তাদের আটকাবেন না।

আর.জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছেন সমাজের সকল স্তরের মানুষ। আগামী ১৪ই আগস্ট রাজপথে নামার বার্তা দিয়েছেন টলিউড অভিনেত্রীরা। এছাড়াও বিভিন্ন পরিচালক থেকে শুরু করে অভিনেতারাও তাতে যোগদান করার বার্তা দিয়েছেন। এরই মাঝে এক বিতর্কিত মন্তব্য করেছেন গুলশনারা।

লিখেছেন, ‘প্রতিটি পুরুষের চরিত্রেই ধর্ষক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আমি চিৎকার করে বলছি। যদি আপত্তি থাকে আমাকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেবেন।’ তবে সেটা দেখার পর চুপ থাকেননি একাধিক ব্যক্তিত্বরা। পুরুষ, মহিলা নির্বিশেষে সকলেই এই বিষয়টির প্রতিবাদ করেছেন।

তনুশ্রী গোস্বামী লিখেছেন, ‘কথাটা গায়ে নিলাম। নিজের বাবার কথা মনে হলো। তোর বাবার কথাও মনে হলো। ওনাকে নিয়ে তোর লেখা পড়েছিলাম। কোথাও তো এ রকম মনে হয়নি। কী জানি হয়তো কিছু আছে। যা-ই হোক, তোর অভিনয়ের ভক্ত আমি। ওটুকুই থাক। আর যেহেতু তুই তোর বক্তব্য পছন্দ না হলে আনফ্রেন্ড করতে বলেছিস, তাই সেটাই করলাম। ভালো থাকিস।’

রূপাঞ্জনা মিত্র বলেছেন, ‘আমার মনে হয় এটা তুমি তোমার কোনও অতীতের অভিজ্ঞতা থেকে বলছো। কিন্তু এভাবে তুমি বলতে পারো না। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি।’ এনারা ছাড়াও অনেকেই তাকে আনফ্রেন্ড করে দিয়েছেন।

আরও পড়ুন,
*অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যে নাটক করেন এই অভিনেত্রী, মেয়েবেলার ছবি দেখে পারলেন চিনতে?