জুবিন গর্গের শেষকৃত্য : তাকে দেখতে রাস্তায় রাস্তায় মানুষের ঢল, দেহ পৌঁছোতেই স্ত্রী গরিমা ভেঙে পড়লেন কান্নায়

তার আকস্মিক মৃত্যুতে স্তদ্ধ গোটা দেশ। বিনোদন জগতের এক অপূরণীয় ক্ষতি যা হয়তো কোনোদিন পূরণ হবে না। গত শুক্রবার প্রয়াত হন গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র জুবিন গর্গ। মাত্র ৫২ বছর বয়সে তার মৃত্যু যা অনেকের কাছে একটি বড় প্রশ্ন চিহ্ন রেখে যায়। অনেকেই যদিও বিশ্বাস করতে পারেননি। কিন্তু অবশেষে যখন দেহ পৌঁছোল তখন আর বিশ্বাস না করে উপায় নেই।

শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়ক জুবিন গর্গের। তিনি সেখানে একটি অনুষ্ঠানে গান করার জন্য গিয়েছিলেন। ঘটনা ঘটার পরদিনই তার সেখানে গানের অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু অকস্মাৎ তার জীবনে নেমে আসে এক বিরাট বিপর্যয়। এদিকে সিঙ্গাপুর থেকে জুবিনের দেহ শনিবার রাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছোয়। সেখানেই তাকে শ্রদ্ধাঞ্জলি জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

আরও পড়ুন,
বাবা-মেয়ের সম্পর্কে মিষ্টতা আনতে খুব শীঘ্রই পরিবেশিত হবে ‘রান্না বাটি’! প্রকাশ্যে এলো টিজার

এরপর শনিবার গভীর রাতে গায়কের দেহ দিল্লি বিমানবন্দর থেকে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছোয়। এদিন রবিবার ভোর বেলা গুয়াহাটি বিমানবন্দর থেকে পৌঁছোয় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে। সেইসময় রাস্তায় জনতার ঢল ছিল চোখে পড়ার মতন। দেহ পৌঁছানোর পর কফিন আঁকড়ে কান্নায় ভেঙে পড়েন জুবিন গর্গের স্ত্রী গরিমা সইকিয়া গর্গ। তবে শুধু গরিমা নয়, সেখানে উপস্থিত সকলের চোখে তখন জল।

সেইসময় গায়ককে শেষবারের মতন দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি সাধারণ মানুষ। রাস্তায় রাস্তায় জমে ওঠে ভীড়। এদিকে অসমের মুখ্যমন্ত্রী গায়ক জুবিন গর্গের ঠিক কী কারণে মৃত্যু হয়েছে সেই নিয়ে বিস্তারিত তদন্ত চেয়েছেন তিনি। অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে গায়কের দেহ রাখা হয়েছে। সেখানে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে শ্রদ্ধা অর্পণ। এরপর শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন,
বৃষ্টিতে মাটি হবে পুজোর প্ল্যান? পুজোর কোন কোন দিন হবে বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক