বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইবে। সতর্কতা জারি একাধিক জেলায়।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ আগামী কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ-ওড়িশার উপকূল এলাকায়।

শুক্রবার সকালেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের লক্ষণ ধরা পড়েছে। তা শনিবারের মধ্যে ঘনীভূত হয়ে নিম্নচাপ তৈরি করবে, রবিবার গভীর নিম্নচাপে রূপ নেবে। সোমবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টি। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

বুধবারও ভারী বৃষ্টি চলবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার থেকে নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, মালদহ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

সমুদ্র উত্তাল থাকবে পরবর্তী কয়েক দিন। শনিবার থেকে সমুদ্রে হাওয়ার গতি ঘণ্টায় ৫০-৬০ কিমি, রবিবার তা ৬০-৭০ কিমি এবং সোমবার সর্বোচ্চ ৮০-৯০ কিমি বেগে পৌঁছাতে পারে। ফলে মৎস্যজীবীদের ২৮ অক্টোবর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই গেছেন, তাঁদের ২৭ অক্টোবরের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেলে তার দিক ও শক্তি সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য জানানো হবে। আপাতত দক্ষিণবঙ্গজুড়ে সতর্কতা জারি।

খবর
ফের শিরোনামে ধনশ্রীকে ৪.৭৫ কোটি খোরপোশ দেওয়ার বিতর্ক! ‘মা কসম খাও…’, লিখলেন চাহাল

#CycloneAlert #WestBengalWeather #KolkataRain #IMD #BayOfBengal #WeatherUpdate #HeavyRain #FishermenAlert

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয়