ঘূর্ণিঝড় মোন্থার তাণ্ডব! অন্ধ্র উপকূলে লাল সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। দক্ষিণ ওড়িশায় লাল সতর্কতা, উপকূলে তীব্র আতঙ্ক।

উপকূলে তীব্র আতঙ্ক! শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, মঙ্গলবার ভোরের পর থেকে ঝড়ের শক্তি ক্রমাগত বাড়ছে এবং আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।

ল্যান্ডফল জোন নির্ধারিত হয়েছে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়ার আশেপাশে। এর পর ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর অতিক্রম করবে বলে পূর্বাভাস।

দক্ষিণ ওড়িশার গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি, নবরঙ্গপুর ও কালাহান্ডি জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাইফগার্ড ও দমকল বাহিনী উপকূলের এলাকায় মোতায়েন রয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে এবং স্থানীয়দের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

IMD ভুবনেশ্বরের পরিচালক ড. মনোরমা মোহান্তি জানিয়েছেন, “ঘূর্ণিঝড় মোন্থা বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং গোপালপুর থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে রয়েছে। আজ রাতেই এটি কাকিনাড়ার কাছে আঘাত হানতে পারে।”

ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। এনডিআরএফ দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে এবং জরুরি প্রস্তুতি নিচ্ছে।

ভারতীয় আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩১ অক্টোবর পর্যন্ত ঝাড়খণ্ডের কিছু অংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

লাল সতর্কতা:

উপকূলবর্তী এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে আবহাওয়া দফতর।

খবর
দেশে ২২ ভুয়ো বিশ্ববিদ্যালয় চিহ্নিত, তালিকায় বাংলার দুই

#CycloneMontha #BayOfBengal #IMD #AndhraPradesh #Odisha #WeatherAlert #IndiaNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক