‘বাবা, তুমি-ই আমার সুপারহিরো!’ — জন্মদিনে আরাত্রিকার আবেগঘন বার্তা বাবাকে

প্রতিটি বাবার কাছেই তাঁর মেয়ে মানে রাজকন্যা। সেই রাজকন্যাকেই নিজের সবটুকু দিয়ে আগলে রাখেন তাঁরা। ঠিক এমনই মিষ্টি সম্পর্ক সারেগামাপা ২০২৪-এর ফাইনালিস্ট আরাত্রিকা সিনহা এবং তাঁর বাবা সৌম্য সিনহার মধ্যেও।

বাবার জন্মদিনে আবেগে ভেসে গেলেন ‘খুদে কমরেড’ আরাত্রিকা। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করে তিনি লিখেছেন,
“বাবা, আমি তোমায় ভীষণ ভালোবাসি… কোনোদিন মুখ ফুটে বলিনি, কিন্তু প্রতিদিন একবার হলেও চুপ করে বসে অনেক কিছুই ভাবি। তুমি কতটা সাহসী, কতটা ধৈর্যশীল… আমাদের যেন কোনো দুশ্চিন্তা না হয়, সেই জন্যে তুমি কত ঝড়ঝাপটা নিঃশব্দে সামলে নিয়েছো…”

আরাত্রিকা আরও লেখেন,
“তোমাকে আমি অনেক কথা শোনাই, অকারণে অভিমান করি, তর্ক করি, ঠিক সময়ে ওষুধ খাই না, ঝগড়াও করি… সেরা মেয়ে হতে পারি না হয়তো, কিন্তু তুমি-ই আমার সুপারহিরো, আমার সেরা বাবা… শুভ জন্মদিন, বাবা।”

নবম শ্রেণিতে পড়ার সময় সারেগামাপা মঞ্চে নিজের প্রতিভার ঝলক দেখান বাঁকুড়ার এই কিশোরী। দর্শক থেকে বিচারক— সকলের মন জয় করেছিলেন গানের মাধ্যমে। যদিও বিজয়ীর ট্রফি তাঁর হাতে ওঠেনি, তবে তাঁর অসাধারণ গায়কির জন্য অর্জন করেন ‘কালীকাপ্রসাদ সম্মান’।

ইতিমধ্যেই প্লেব্যাকেও হাতেখড়ি হয়েছে আরাত্রিকার। বাংলা চলচ্চিত্র ‘ভালোবাসা ডট কম’-এ তাঁর গলায় শোনা গিয়েছে রবীন্দ্রসঙ্গীত ‘জীবন যখন শুকায়ে যায়’। পাশাপাশি রাজ্যের নানা প্রান্তে স্টেজ শোতেও নিয়মিত পারফর্ম করছেন তিনি।

ছোট থেকেই সঙ্গীতময় পরিবেশে বড় হওয়া আরাত্রিকা দাদুর সঙ্গে রাজনৈতিক সভায় গণসংগীত গাইতেন। সেখান থেকেই গানের প্রতি ভালোবাসা।

বিনোদন
Madhumita: প্রেমিকের পরিবারের সাথে দীপাবলি উদযাপন মধুমিতার! দেখুন ছবি

খ্যাতির সঙ্গে এসেছে সমালোচনা ও ট্রোলের অভিজ্ঞতাও। তবে এমন সময়গুলোতে মেয়ে আরাত্রিকার পাশে থেকেছেন তাঁর বাবা সৌম্য সিনহা। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের জবাব দিতে দেখা গিয়েছে তাঁকে।

আরাত্রিকার এই আবেগমাখা পোস্টে ভেসে এসেছে ভালোবাসার বন্যা। তাঁর অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা সৌম্য সিনহাকে জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা, আর আরাত্রিকার প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যের বাক্স।

বিনোদন
দর্শকদের ভিড় সামলাতে চিৎকার যিশু সেনগুপ্তর! সমাজমাধ্যমে সমালোচনার ঝড়

#AratrikaSinha #SaReGaMaPa2024 #BengalSinger #KalikaPrasadAward #FatherDaughterLove #BirthdayPost #EmotionalTribute #TollywoodMusic #PlaybackSinger #ViralPost #BengaliMusic #AratrikaFans

error: Content is protected !!