যেনো এতদিন ধরে এই দিনটির অপেক্ষা করছিলেন দর্শক। ‘ধূমকেতু’ কবে সিনেমাহলে মুক্তি পাবে তা নিয়ে দর্শকদের মনে ছিল নানান প্রশ্ন। কিন্তু অবশেষে সেইসব প্রশ্নের অবসান ঘটল এদিন ১৪ই আগস্ট। মুক্তি পেলো দীর্ঘ দশ বছর থেকে অপেক্ষারত দর্শকদের প্রিয় জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। রাত দু’টো থেকেই শো ছিল হাউসফুল। এর পাশাপাশি সকাল সাতটার শো হাউসফুল ছিল। প্রথম দিনই ছবির ব্লকবাস্টার হিটের জন্য ছবির নায়ক দেব সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
দর্শকেরা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমাহলে দেখতে পেলেন তাদের ছোটোবেলার প্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে। দর্শকদের উপচে পড়া ভালোবাসা দেখে সকলের মুখে একটাই কথা, “ধূমকেতু জ্বরে সকলেই বাজিমাত”। রাজ্যের বিভিন্ন হলে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতন। আর তারই মাঝে ছবি মুক্তির প্রথম দিন ফেসবুক লাইভে এলেন দেব। লাইভে এসে সকল দর্শককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর পাশাপাশি ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনুপম রায়, রুদ্রনীল ঘোষ ধন্যবাদ জানিয়েছেন দর্শককে।
এর পাশাপাশি দেব একটি আর্জি জানিয়েছেন তার দর্শকদের। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষ কোনও ছবির ক্লিপিংস পোস্ট করে দেন সমাজ মাধ্যমে। এছাড়া কেউ সিনেমার রিভিউ লিখতে গিয়ে সিনেমার মধ্যে থাকা আসল গল্প পোস্ট করে দেন। তাই দেব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, “দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোন রকমের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। সিনেমা দেখার আগ্রহকে বাঁচিয়ে রাখুন”।
দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোন রকমের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।
We kindly request everyone to…
Posted by Dev on Wednesday, August 13, 2025
তবে ‘ধূমকেতু জ্বর’-এ যে বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ কাবু তা ছবি মুক্তি পাওয়ার প্রথম দিনই স্পষ্ট হয়ে গিয়েছে। তবে দেবের কথায়, এই উন্মাদনাকে আরও অনেকদিন জিইয়ে রাখতে হবে। ছবিটিকে হিট করার জন্য সিনেমাহলে গিয়ে সেটি দেখতে দর্শকদের আবেদন করেছেন দেব সহ সিনেমার সকল কলাকুশলীরা। তবে ছবিটি কতটা ব্যবসা করতে পারে সেটি সময়ই বলবে।