পোষ্য কুকুরের প্রতি অন্যায় আটকাতে গিয়ে দক্ষিণ কলকাতার এক আবাসনে অপমানিত হলেন অভিনেত্রী ও সমাজসেবী দেবশ্রী রায়।
দক্ষিণ কলকাতার এক আবাসনে পোষ্য কুকুর ঘোরানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। এই ঘটনায় সরাসরি জড়িয়ে গেলেন অভিনেত্রী ও সমাজসেবী দেবশ্রী রায়। জানা গেছে, তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেবশ্রী রায় ফাউন্ডেশন’-এর সদস্য আদৃজা ও তাঁর স্বামীকে পোষ্য ঘোরানোর কারণে কিছু আবাসিকের হেনস্তার মুখে পড়তে হয়। বিষয়টি জানতে পেরে রবিবার বিকেলে ঘটনাস্থলে ছুটে যান দেবশ্রী নিজে।
কিন্তু সেখানে উপস্থিত হতেই তাঁকে রীতিমতো আক্রমণের মুখে পড়তে হয়। অনেকেই প্রশ্ন তোলেন— “আপনি কে? আমাদের সোসাইটিতে এসে প্রশ্ন করছেন কেন? ইউ আর জাস্ট অ্যান অ্যাকট্রেস!”
দেবশ্রী পালটা জবাবে বলেন, “আমি শুধু অভিনেত্রী নই, ১৫–২০ বছর ধরে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত। কোনো প্রাণীর উপর অত্যাচার হলে আমি অবশ্যই পাশে দাঁড়াব।”
তিনি আরও বলেন, “একটা শান্তশিষ্ট রিট্রিভার কুকুরকে নিয়ে এমন প্রতিক্রিয়া ভয়ঙ্কর। কুকুর মলমূত্র ত্যাগ করলে ওরা তা ধুয়ে দেয়। তবুও হেনস্তা হচ্ছে। এটা অ্যালার্মিং।”
পাশাপাশি, দেবশ্রী প্রশ্ন তোলেন— “কুকুরকে শিবমন্দিরের সামনে ঘোরালে পাপ হয়? শিবের তো প্রিয় প্রাণী কুকুর। ঠাকুর কি শুধু মানুষের জন্য, পশু-পাখির জন্য নয়?”
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই অপ্রীতিকর অভিজ্ঞতায় ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী।
বিনোদন
বালোচিস্তানকে স্বতন্ত্র দেশ মন্তব্য করায় সালমান খান’কে ‘সন্ত্রাসবাদ’ তকমা পাক সরকারের
#DebashreeRoy #AnimalWelfare #KolkataNews #PetRights #CelebrityNews #AnimalCruelty #IndianActress #ViralNews #WestBengal #SocialAwareness
