এবার জীবনে চলার পথে নতুন অধ্যায়ে পা দিলেন ভারতী ক্রিকেটার দীপক হুডা। সম্প্রতি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার সাত পাকে বাঁধা পড়েন তিনি। দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পরিণতি পেলো এদিন।
৯ বছরের বান্ধবীর সঙ্গে এদিক সাত পাকে বাঁধা পড়েন তিনি। পারিবারিক আত্মীয়দের নিয়েই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। কয়েকজন বন্ধু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ের পর সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে সকলকে জানান তরুণ ক্রিকেটার। এর পাশাপাশি তিনি খুব সুন্দর একটি বার্তা শেয়ার করেছেন স্ত্রী-এর জন্য।
তিনি লিখেছেন, “৯ বছর অপেক্ষার পর, প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি কথোপকথন আমাদের এই সুন্দর দিনে নিয়ে এসেছে। আমরা যদি কিছু সময়ের জন্য একে অপরকে সমর্থন করি এবং একে অপরকে বিশ্বাস করি তবে এই জাতীয় স্মৃতি তৈরি করা হয়।”
তিনি আরও লিখেছেন, “আমার ছোট্ট হিমাচলি বধূ, আমাদের বাড়িতে স্বাগত জানাই, পরিবার এবং বন্ধুদের দ্বারা বেষ্টিত এবং তাদের আশীর্বাদে বর্ষিত, আমরা চিরকালের জন্য একসঙ্গে আমাদের জীবন শুরু করব। আমাদের হৃদয় পরিপূর্ণ, সকলকে ধন্যবাদ।” তার এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই।
ইতিমধ্যে ভারতের হয়ে দীপক হুডা ১০টি ওয়ান ডে ক্রিকেট ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ওয়ান ডে-তে ১৫৩ রান ও টি-টোয়েন্টিতে ৩৬৮ রান করেছেন। এর পাশাপাশি পার্টটাইম অফ স্পিনার হিসেবে ৯টি উইকেট নিয়েছেন। এর পাশাপাশি আন্তর্জাতিক স্তরে তার পারফরম্যান্স বেশ ভালো।