Deepika: দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে কন্যা দুয়াকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika) এবং স্বামী রণবীর সিং (Ranveer)। দীপাবলি উপলক্ষ্যে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানেই প্রথমবার প্রকাশ্যে এনেছেন একমাত্র কন্যাকে।
গতবছর কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন দীপিকা। তবে এতোদিন পর্যন্ত তাকে আড়ালেই রেখেছিলেন। ফলে অনুরাগীরা তার কাছে বারবার আবদার করেছিলেন মেয়ের এক ঝলক দেখানোর জন্য। তবে তাতে কখনোই কর্ণপাত করেননি দীপিকা বা রণবীর।
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেয়েকে সামনে এনেছেন তারা। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন দীপিকা। যেখানে দেখা যায় মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দু’জন। আবার কখনো মেয়েকে কোলে নিয়ে হাতজোড় করে বসে রয়েছেন।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দীপাবলীর হার্দিক শুভকামনা।’ সব থেকে ভালো লেগেছে দীপিকা ও দুয়ার পোশাক। কারণ, তারা একই পোশাকে সেজে উঠেছিলেন। এই ছবি দেখার পর তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা দীপিকার মেয়ে ভীষণই মিষ্টি দেখতে। এছাড়াও অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে তাদের।
উল্লেখযোগ্য, দীপিকা ও রণবীরের দীর্ঘ দাম্পত্য জীবন। এর আগে অভিনেতা বারবার জানিয়েছিলেন তিনি কন্যা সন্তানের বাবা হতে চান। সেই মতোই গতবছর দীপিকা জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। গতবছর দীপাবলিতে শুধুমাত্র তার পায়ের ছবি পোস্ট করেছিলেন। আর এবার মেয়ে সম্পূর্ণ ছবি ভাগ করে নিলেন সকলের সাথে। যা দেখার পর তার মেয়ের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
#deepika #ranveer #dua #diwali