দীপিকার মাধুর্য, রণবীরের চঞ্চলতা—বিপরীত স্বভাবেই মিল খুঁজে পান জুটি

বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ সম্পর্কে বরাবরই একটি প্রশ্ন ঘুরে বেড়ায়—দু’জনের স্বভাব যখন আকাশ–পাতাল তফাতে, তা কি তাঁদের সম্পর্কে কোনও প্রভাব ফেলে? সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর নিজেই দিলেন সেই উত্তর।

রণবীর জানান, তিনি স্বভাবগতভাবে খুবই ছটফটে, প্রাণবন্ত ও বহির্মুখী। যেখানে থাকেন, সেখানেই হইহল্লা, মজা–আড্ডা তাঁর চলনসই অভ্যাস। কিন্তু দীপিকার সংযত উপস্থিতি তাঁকে আরও নম্র, ভদ্র এবং ভারসাম্যপূর্ণ হতে সাহায্য করেছে। তাঁর কথায়, “আমি একা থাকলে খুব হইহই করি। কিন্তু দীপিকার উপস্থিতিতে একটা বিনয়ী ভাব তৈরি হয়। ওর মাধুর্য আমার স্বভাবের সঙ্গে দারুণ খাপ খায়।”

দীপিকার প্রভাবেই আরও স্থির রণবীর

অভিনেতার মতে, দীপিকার কোমল, শান্ত ও পরিণত আচরণ তাঁকে অনেকটাই ‘গ্রাউন্ডেড’ করে তুলেছে। রণবীর হাসতে হাসতে বলেন, তাঁদের স্বভাবে এতই বৈপরীত্য যে আজও তাঁরা একে অপরকে নতুনভাবে চিনে চলেছেন। এই ‘ডিসকভারি’-র প্রক্রিয়াই সম্পর্ককে করে তুলেছে আরও গভীর।

ভ্রমণেই নিজেদের নতুন করে আবিষ্কার

দু’জনেই ভ্রমণপ্রেমী। রণবীর যখন কোনও ট্রিপ থেকে ছবি শেয়ার করতেন, দীপিকা সেই একই জায়গায় তাঁর সঙ্গে যেতে চাইতেন। পরবর্তী সময়ে তাঁরা একসঙ্গে ফিরে যেতেন সেইসব গন্তব্যে। সেখানে কাটানো মুহূর্তই তাঁদের সম্পর্কে এনে দিয়েছে নতুন উপলব্ধি।

পর্দার রসায়নেও অটুট জুটি

ব্যক্তিগত জীবনের মতোই কাজেও পরস্পরের সঙ্গ পছন্দ করেন তাঁরা। ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘৮৩’-র মতো ছবিতে তাঁদের রসায়ন দর্শকের কাছে এক আলাদা মাত্রা পেয়েছে। রণবীর বলেন, “দীপিকার সঙ্গে কাজ করতে আমার খুব ভাল লাগে। আমাদের পর্দার রসায়ন নিজে থেকেই তৈরি হয়ে যায়।”

সামনে ব্যস্ত দিন

আগামী দিনে দু’জনেই ব্যস্ততা বাড়ছে। রণবীরের হাতে রয়েছে তাঁর নতুন ছবি ‘ধুরন্ধর’, আর দীপিকা কাজ করছেন শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’–এ।

বিপরীত স্বভাব হলেও সামঞ্জস্য খুঁজে নেওয়ার এই পরিণত উদাহরণ বলিউডে খুব বেশি দেখা যায় না। আর সেই কারণেই দীপিকা–রণবীরের সম্পর্ক আজও দর্শকের কাছে বিশেষ।

FAQ

১) দু’জনের স্বভাব কি সত্যিই একেবারে বিপরীত?
হ্যাঁ, দীপিকা শান্ত, সংযত ও মাধুর্যে ভরা; রণবীর খুব চঞ্চল ও বহির্মুখী।

২) এই বিপরীত স্বভাব কি সম্পর্কে সমস্যা তৈরি করে?
রণবীরের মতে, কোনও সমস্যা নয়। বরং এতে ভারসাম্য তৈরি হয়।

আরও পড়ুন
কাজল-টুইঙ্কলের ‘কমন’ প্রাক্তন নিয়ে নতুন জল্পনা

৩) দীপিকা রণবীরকে কীভাবে প্রভাবিত করেছেন?
তিনি রণবীরকে আরও নম্র, ভদ্র এবং স্থির হতে শিখিয়েছেন।

৪) রণবীরের স্বভাবে কী বদল এসেছে?
তিনি স্বীকার করেন যে দীপিকার উপস্থিতিতে তাঁর মধ্যে স্বাভাবিকভাবে একটা বিনয়ী আচরণ তৈরি হয়।

৫) দু’জন কি ভ্রমণ করতে ভালোবাসেন?
হ্যাঁ, তাঁরা নিয়মিত একসঙ্গে ভ্রমণ করেন এবং ভ্রমণেই নিজেদের নতুন করে চিনে নেন।

৬) দীপিকা কি রণবীরের শেয়ার করা স্থানগুলোতে যেতে চাইতেন?
হ্যাঁ, রণবীরের ছবিতে দেখে সেই জায়গায় আবার যেতে চাইতেন দীপিকা।

৭) পর্দায় তাঁদের রসায়ন কেমন?
অভিনেতাদের মতে, স্বাভাবিকভাবেই রসায়ন তৈরি হয়, যা দর্শকরাও পছন্দ করেন।

৮) কোন কোন ছবিতে তাঁরা জুটি বেঁধে অভিনয় করেছেন?
‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘৮৩’—এ সব উল্লেখযোগ্য।

৯) বর্তমানে রণবীর কোন ছবিতে ব্যস্ত?
তিনি কাজ করছেন তাঁর নতুন ছবি ‘ধুরন্ধর’ নিয়ে।

১০) দীপিকাকে কোথায় দেখা যাবে শিগগিরই?
তাঁকে দেখা যাবে শাহরুখ খানের ছবি ‘কিং’–এ।

#DeepikaRanveer
#BollywoodCouple
#CelebrityNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক