এটাই হয়তো শেষবার! ‘ধূমকেতু’ দেখে চোখে জল দেবের, দেখুন ভিডিও

‘ধূমকেতু’ দেখার পর চোখে জল অভিনেতা দেবের! সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাকে দর্শকেরা ঠিক কতটা ভালোবাসা দিয়েছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বলা যেতে পারে দু’জনের কেরিয়ারেই এটা সেরা সিনেমা।

গত ১৪ই আগস্ট সিনেমাটি মুক্তি পেয়েছে। এরপর রীতিমতো সেটি ইতিহাস তৈরি করেছে টলিউডে। অবশেষে সেই সিনেমা দেখতে হলে পৌঁছেছিলেন দেব আর সেখানে সিনেমার শেষে চোখ ছলছল অবস্থায় দেখা যায় তাকে। হয়তো এটাই শেষ বার, আর কোনোদিনও এই দু’জনকে একসাথে পর্দায় দেখা যাবে না।

যে সময় সিনেমাটি শ্যুট করা হয়েছিল তখন দেব ও শুভশ্রীর সম্পর্কের সমীকরণটা ছিল একেবারে ভিন্ন। তবে যখন সিনেমাটি মুক্তি পেলো দু’জনের জীবন দুই পথে চলে গিয়েছে। এই কারণেই পুরনো স্মৃতি মনে পড়ায় হয়তো খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন দেব। ফলস্বরূপ চোখে জল চলে আসে তার।

এই বিষয়টি দেখামাত্র নানান রকম মন্তব্য করেছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘এখন আর কেঁদে লাভ নেই। যখন শুভশ্রী সাথে ছিল তখন তাকে পাত্তা দাওনি। প্রেম করবে অথচ বিয়ে করবে না। বিয়ে করলে সাফল্য নষ্ট হয়ে যাবে। অথচ শুভশ্রীকে দেখো ছেলেমেয়ে, সংসার নিয়েও সে সফল। তাকে লেডিস সুপারস্টার বলা হয়।’

যদিও অন্য একজন লিখেছেন, ‘এগুলো সবই মার্কেটিং স্ট্রাটেজি। দেব ও শুভশ্রীর পুরনো সম্পর্ককে হাতিয়ার করেই সিনেমাটির প্রমোশন অনেক বেশি শক্তিশালী হয়েছে। যেহেতু এই জুটিকে সকলেই পছন্দ করতেন তাই দু’জনকে ফের একসাথে দেখতে পাওয়ায় ভক্তরা আবেগে ভাসছেন।’

error: Content is protected !!