টলিউডে দুই দশক! প্রথম পোর্টফোলিও শ্যুটের ছবি পোস্ট করে আবেগে ভাসলেন দেব

টলিউডের ২০ বছর পূর্ণ করলেন সুপারস্টার দেব! সেই উপলক্ষ্যে একটি বিশেষ ছবি পোস্ট করলেন তিনি। যা দেখে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে প্রবেশ করেছিলেন এই অভিনেতা, যেখানে তার বিপরীতে ছিলেন রচনা ব্যানার্জি।

যদিও তার আগে বেশ কিছু মিউজিক অ্যালবামে কাজ করেছেন তিনি। যেগুলি অনেকেরই অজানা রয়েছে। এই করতে করতে কুড়িটা বছর তিনি পার করে ফেললেন, টলিউডে দুই দশক! ভাবা যায়? সম্প্রতি অভিনেতা তার প্রথম পোর্টফোলিও শ্যুটের একটি ছবি পোস্ট করেছেন।

আরও পড়ুন,
ঘোর বিপদে পড়েছেন উরফি জাভেদ, সাহায্যের আর্জি জানিয়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রথম পোর্টফোলিও শ্যুট থেকে শুরু করে এখন পর্যন্ত #RaghuDakat-এর মেগা ট্রেলার লঞ্চে এই অবিশ্বাস্য যাত্রার ২০ বছর উদযাপন। কী অসাধারণ যাত্রা ছিল। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি মুহূর্ত এই মাইলফলকে পৌঁছেছে। কৃতজ্ঞতা প্রকাশের বাইরে।’

আরও পড়ুন,
নন্দনে জায়গা পায়নি তার পরপর দু’টি ছবি, রাজ্য সরকারের ‘কোপ’ পড়েছে! তোপ দাগলেন সুদীপ্তা চক্রবর্তী

প্রত্যেক অভিনেতার ক্ষেত্রেই তার অভিনয় জীবনে নানান সংগ্রাম থাকে, ব্যতিক্রমী নন তিনিও। কোনরকম পূর্ব পরিচিতি তার ছিল না ইন্ডাস্ট্রিতে। সেখান থেকে আজ টলিউডে রাজত্ব করা মোটেই সহজ বিষয় নয়। এই জন্য লেগেছে ধৈর্য্য, বিশ্বাস আর কঠোর পরিশ্রম। সাথে রয়েছে তার ভক্তদের ভালোবাসা।

তবে সেই সবকিছু মিলিয়ে টলিউডের ইতিহাসে নিজের নাম সোনালী অক্ষরে লিখে ফেলেছেন তিনি। আপাতত ব্যস্ত রয়েছেন আগামী সিনেমায় প্রচারে। বেঙ্গল ট্যুরের মাধ্যমে ‘রঘু ডাকাত’কে তারা পৌঁছে দিচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রচার সেরে ফেলেছেন। বাকি রয়েছে রাজ্যের অন্যান্য জায়গায় গিয়ে তার সিনেমার প্রচার সারা।

error: Content is protected !!