প্রয়াত গায়ক জুবিন গর্গকে স্মরণে গান গাইলেন অভিনেতা দেব। ভাইরাল হল সেই ভিডিও, প্রশংসা ও সমালোচনায় ভরল সোশ্যাল মিডিয়া।
অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গের মৃত্যু এখনও ভক্তদের মনে গভীর শোকের ছায়া। এবার সেই প্রিয় বন্ধুকে গানে গানে স্মরণ করলেন টলিউডের সুপারস্টার দেব। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘পরান যায় জ্বলিয়া রে’ ছবির জনপ্রিয় গান ‘চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা’ গেয়ে দেব শ্রদ্ধা জানান প্রয়াত গায়ককে।
দেবের কণ্ঠে গানটি শুনে আপ্লুত ভক্তরা। কেউ বলেছেন, “এই জন্যই দেব আলাদা,” আবার কেউ লিখেছেন, “অভিনেত্রীদের থেকেও ভালো গেয়েছেন।” যদিও সমালোচকরা বলছেন, এক মাস পর এমন গান গাওয়া নিছক প্রচারমূলক পদক্ষেপ।
দেব বর্তমানে ব্যস্ত তাঁর নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারে। জুবিন গর্গ একসময় দেবের বহু ছবিতে কণ্ঠ দিয়েছেন, সেই সম্পর্কের স্মৃতিতেই সম্ভবত এই আবেগঘন শ্রদ্ধা নিবেদন।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর প্রয়াত হন জুবিন গর্গ। প্রথমে তাঁর মৃত্যু স্বাভাবিক বলে মনে হলেও পরে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তদন্তে নেমে খতিয়ে দেখছে, এটি নিছক দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত চক্রান্ত।
বিনোদন
Kangana Ranaut: ‘১০০ টাকায় এমন মহিলা পাওয়া যায়’, বিতর্কে আদালতে কঙ্গনা, চাইলেন ক্ষমা
#Dev #ZubeenGarg #Tollywood #Tribute #ViralVideo #BengaliNews #RaghuDakat #AssamMusic #BanglaCinema #DevSongTribute

