‘দেব ভুল বলেছে …’, শুভশ্রীর খোলামেলা স্বীকারোক্তি

‘ধূমকেতু’-র মুক্তির পর দেবের মন্তব্যে তৈরি হয়েছিল বিতর্ক। ‘দুই সন্তানের মা শুভশ্রীর মুখে ইনোসেন্স নেই’— দেবের এই বক্তব্যে মনঃক্ষুণ্ণ হয়েছিলেন নায়িকা। তবে দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, “আমি যা করেছি, সততার সঙ্গেই করেছি। আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে শুধু দর্শকরা, তাঁদের ভালোবাসাই আমাদের শক্তি।”

Dev
Dev

দেবকে নাম না করে শুভশ্রী আরও বলেন, “পাবলিক ফিগারদের দায়িত্ব থাকে নিজেদের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করার। আমরা যেভাবে কথা বলি, মানুষ সেটা মনে রাখে। একজন নারীকে কখনও কখনও সুর চড়াতে হয়— কারণ অনেকেই তাঁর হয়ে সওয়াল করেন।”

Subhashree
Subhashree Ganguly

শুভশ্রীর মতে, পুরুষদের তোষামোদ করার প্রয়োজন নেই। “ধূমকেতুর পর ওই জিনিসটা হওয়ার দরকার ছিল না,” বলেন তিনি।

দেবের বক্তব্য নিয়ে শুভশ্রীর সংযোজন, “আমি দেবের ইন্টারভিউ দেখেছি। হয়ত ও না বুঝেই বলেছে। কিন্তু তাতে অনেকের মন খারাপ হয়েছে। তবে আমি এখনও বলব— ও ভুল বলেছে।”

ভবিষ্যতে দেবের সঙ্গে ফের কাজের সম্ভাবনা প্রসঙ্গে শুভশ্রী হাসিমুখে বলেন, “বড় পরিচালক আর প্রযোজকরা যদি চান, আমার কোনও অসুবিধা নেই। ইনোসেন্স নেই মুখে তো কী আছে?”

বিনোদন
Dev: অল্প আয়োজনে ভাতৃদ্বিতীয়া পালন করলেন দেব ও তার বোন! পোস্ট করলেন ছবি

#Dev #Subhashree #Dhumketu #Tollywood #BengaliCinema #CelebrityNews #Entertainment

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক