Dev: আরো একবার একগুচ্ছ ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন টলিউডের হার্টথ্রব অভিনেতা দেব (Dev)। তাকে দেখে রীতিমতো মনকেমন করছে মহিলা অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেতা। নিত্যদিন নানান ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে।
সিনেমার প্রমোশন বা অনুষ্ঠানে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গেলেও সেখানকার মুহূর্তগুলোকে তিনি ভাগ করে নেন ভক্তদের সাথে। এই যেমন কিছুদিন আগেই পাড়ি দিয়েছিলেন দুবাইতে। সেখানকার একাধিক ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
সেরকমই এবার একটি ফটোশ্যুট করিয়েছেন দেব। যেখানে কালো পোশাকে উষ্ণতা বাড়িয়ে তুলেছেন বহুমাত্রায়। আর ক্যাপশনে সেই চিরাচরিত, ‘এমনি।’ আসলে বরাবর তাকে এই ক্যাপশনটি দিতে দেখা যায়। অন্য কিছু লেখেন না অভিনেতা। আর এই বিষয়টি দর্শকদের কাছেও বেশ মজাদার হয়ে উঠেছে ধীরে ধীরে।
তার পরনে রয়েছে কালো ঝলমলে ব্লেজার। মুখে সেই মনমাতানো হাসি যা তাকে সবথেকে বেশি আকর্ষণীয় করে তোলে। বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে নানান রকম পোজ দিতে দেখা গিয়েছে তাকে। ছবিগুলি দেখার পর সেখানে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। প্রত্যেকের মুখে একটাই কথা তারা যেন চোখ সরাতে পারছেন না।
অন্যদিকে কেরিয়ার দেখতে গেলে তাকে শেষবার দেখা গিয়েছে ‘রঘু ডাকাত’ সিনেমায়। যদিও সেটি আশানুরূপ ফল দিতে পারেনি। এরপর তাকে দেখা যাবে ‘প্রজাপতি ২’ সিনেমায়। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সিনেমার শ্যুটিংয়ের কাজ। জানা গিয়েছে বড়োদিনেই এই সিনেমা মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন
বিজয়গড়ে অপমানিত জোজো, পৌষালীর টিমকে অভিযোগ
#Dev